img

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ টনি আর নেই

প্রকাশিত :  ০৭:৫৭, ২৮ অক্টোবর ২০২০

 নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ টনি আর নেই

জনমত ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিক, সংগঠক ও ক্রিকেটার তৈয়বুর রহমান টনি আর নেই। ঢাকার জিগাতলার বাসা থেকে পুলিশ শনিবার (২৫ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার অকাল ও আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার দেশের বাড়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা। খবর ইউএনএ’র।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ছাড়াও তৈয়বুর রহমান টনি মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক-এর দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা সহ নিউইয়র্কেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

জানা গেছে, তৈয়বুর রহমান টনি ঢাকার জিগাতলার বাসায় একাই ঘুমাচ্ছিলেন। সকালে স্বাভাবিক সময়ের মধ্যে ঘুম থেকে না ওঠায় বাড়ির অন্যন্য সদস্যরা তাকে ডেকে তোলার চেষ্টা করেন। কিন্তু অনেক ডাকাডাকিতে টনির সাড়া না পেয়ে তার কক্ষের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃতদেহ পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

অপর একটি সূত্র জানায়, পারিবারিক সম্পদ বিষয় নিষ্পত্তির জন্য তিনি গত কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছিলেন এবং জিগাতলায় বাসায় থাকতেন। অপর একটি সূত্র জানায়, টনি ঘুমের মধ্যেই স্টোক করেছেন।

শোক প্রকাশ: তৈয়বুর রহমান টনি’র অকাল মৃত্যুতে শোক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সিলেটের গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও প্রচার সম্পাদক হাজী এনাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আরো শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক ষ্টেট আয়োমী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, সিটি আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক রশীদ রানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সরদার, কুইন্স আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল ইসলাম।

এছাড়াও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মনির হোসেন, মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য স্বপন তালুকদার পৃথক বিবৃতিতে তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কমিউনিটি এর আরও খবর

img

বিএনপির পর্তুগাল শাখার আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ২২:২০, ১৬ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ২২:২০, ১৬ মে ২০২৪

খালেদ মাসুদ রনি, লন্ডন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পর্তুগাল শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান পর্তুগালের রাজধানী লিজবনের ৫ তারকা  হোটেল মুন্ডিয়ালে অনুষ্ঠিত হয়েছে।

১১ মে বিকালে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার। 

সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি  চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপ বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।

বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক কাজল আহমেদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিল্লাল হোসেন শাকিল, যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ, মন্জুরুল হেসেন জিন্নাহ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, এম কে নাসির, দিলোয়ার আহমেদ রাফি, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগ, পর্তুগাল কমিউনিটি নেতা মুশাররফ হোসেন, আবু নাঈম শহীদ, কামরুল আহমেদ, পর্তুগাল আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, শাহাব উদ্দিন, নুরুন নাহার, মোয়াজ্জেম হোসেন কায়েস, পর্তুগাল বিএনপি নেতা আব্দুল গাফফার, নবগঠিত পর্তুগাল সান্তারাইম শাখা কমিটির আহবায়ক সুয়েল চৌধুরী, যুব নেতা এমদাদুর রহমান স্বপন, মাজেদ আহমেদ সামী, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আব্দুল আজীম গিলমান চৌধুরী, সদস্য সচিব সুজন মিয়া, যুগ্ম আহবায়ক কাজী ইব্রাহীম ইবু, মোহাম্মদ আমান, যুবনেতা মর্তুজ আলী।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুবেল আহমদ। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আবু ইউসুফ তালুকদার। তিনি বলেন, "কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন পর্তুগাল বিএনপি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ  করবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের উপর যে গুরুদায়িত্ব  অর্পণ করেছেন তা সততা ও নিষ্ঠার সাথে ইনশাআল্লাহ পালন করব। আমরা দায়িত্ব পাওয়ার পর পর্তুগাল সান্তারাইম বিএনপির জোনাল কমিটি ঘোষণা করছি।"

তিনি আরও বলেন, "এই প্রথমবারের মত পর্তুগালে কোন জোনাল কমিটি ঘোষণা করা হল।" তিনি নবনির্বাচিত সান্তারাইম বিএনপির আহবায়ক সোহেল এ চৌধুরী ও সদস্য সচিব কাউসার হোসেন কিংস তালুকদার সহ সবাইকে পর্তুগাল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান।

পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, "দীর্ঘদিন থেকে পর্তুগাল বিএনপি নেতৃত্ব শূন্য ছিল। এই আহবায়ক কমিটি গঠন করার পরে পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ এখন অনেকটা উজ্জীবিত ও আনন্দিত।"

তারা বলেন, "বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখন পর্তুগালে বসবাস করছেন, এই আহবায়ক কমিটি সকল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পর্তুগাল বিএনপিকে ইউরোপের মধ্যে একটি মডেল এবং শক্তিশালী জাতীয়তাবাদের ঘাটি হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রনী ভুমিকা পালন করবে।"

প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন, "পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দের দলপ্রেম, দলের প্রতি কমিটমেন্ট সত্যি আমাকে মুগ্ধ করেছে। তারা ইউরোপের প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল সেই জন্য দল তাদেরকে মূল্যায়ন করেছে। আমি আশা এবং বিশ্বাস করি এই আহবায়ক কমিটির নেতৃত্বে পর্তুগাল বিএনপি সু-সংগঠিত হবে এবং সুন্দর একটি পুর্নাঙ্গ কমিটি উপহার দিবে। সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আহবায়ক ও সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।"

প্রধান বক্তার বক্তব্যে এম এ মালিক বলেন, "পর্তুগাল বিএনপি আগের চেয়ে অনেক সু সংগঠিত।" 

তিনি বলেন, "আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিতে এবং সর্বোপরি বাংলাদেশের গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে আমাদের ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের প্রতিটি দুর্যোগময় মুহুর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে কাজ করে, পর্তুগাল বিএনপি ও দেশের বর্তমান ক্রান্তিলগ্নে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে।"

বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, "দীর্ঘদিন পরে হলেও পর্তুগাল বিএনপি তাদের কমিটি পেয়েছে, দল যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে দল যোগ্য মনে করেই দিয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট নতুন কমিটির নাম ঘোষনা করে পরিচয় করিয়ে দেন। এসময় তিনি বলেন, "আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন, পর্তুগালের ইতিহাসে প্রথমবারের মত এক সাথে তিন জন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে দলীয় কোন অনুষ্ঠান হচ্ছে।" তিনি আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মাহিদুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সহ যাদের অক্লান্ত পরিশ্রমে পর্তুগালে একটি সুন্দর আহবায়ক কমিটি হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য লিটন মিয়া, আব্দুল লতিফ কয়েস, জায়েদ আহমদ, জামিল মিয়া, আকমল হুসাইন, বদরুল আলম, মন্জুর এলাহী, আখলাক আহমদ, মিসবাহ উদ্দিন, ফজলু আহমদ, নাইম আহমদ, মোহাম্মদ আজাদ হুসাইন কামিল আহমদ, তারেক আহমদ, জাকির হুসাইন, কাজী জুয়েল প্রমুখ

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পর্তুগাল নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

কমিউনিটি এর আরও খবর