img

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

প্রকাশিত :  ১৬:১৭, ১৭ মার্চ ২০২৩

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২

রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে দুইজন পর্যটক মারাগেছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় মানিকছড়ি সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি তবে একজন মাইকম্যান ও অপরজন বাসের হেলপার বলে জানিয়েছে আহতরা।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে এবং একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পর্যটক বহনকারী চট্টগ্রামের সিডিএম পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো ব ১৪-২৮৯৬) রাঙামাটি ছেড়ে যাওয়ার সময় মানিকছড়ি এলাকায় উল্টে গেলে ঘটনাস্থলেই দুই পর্যটক মারা যান। ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী (১১ ইবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটি জেলা পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ঘটনার খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

দুর্ঘটনায় কবলিত বাসটি চট্টগ্রামের ভাটিয়ারী থেকে অন্তত ৩০ জন পর্যটক নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন। পর্যটকরা সকলে ভাটিয়ারীর (ফক্রিজ)চিটাগাং ব্রিকস নামক একটি কারখানার শ্রমিক বলে জানাগেছে। দূর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছে ।

img

আখাউড়ায় আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন

প্রকাশিত :  ০৭:২০, ১৯ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ মে) রাত পৌনে দুইটার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ কার্যালয়টি চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভুঁইয়া আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে দুইটার দিকে গাজীর বাজারের পশ্চিম পাশে ইউনিয়ন আওয়ামী লীগের পুরাতন কার্যালয় বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়া (আনারস) প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হঠাৎ আগুন দেখে বাজারে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিবার্চনী অফিসের পোস্টার, ব্যানার, পাশের শামিয়ানা পুড়ে যায়।

চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়া বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের লোকজন নির্বাচনের শুরু থেকে বিভিন্নভাবে অপপ্রচার ও মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তাদের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন (ঘোড়া) প্রতীক। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে আমি শুনেছি। তবে আমার কাছে মনে হচ্ছে আমি ষড়যন্ত্রের শিকার।

আখাউড়া থানার ওসি মো. নুরে আলম জানান, আগুন লাগার ঘটনা আমরা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তবে এখনও কোনো অভিযোগ পাইনি।