img

পুঁজিবাজার কত নিচে যেতে পারে আমি দেখতে চাই : অর্থমন্ত্রী

প্রকাশিত :  ১০:১৭, ২৯ মার্চ ২০১৯

পুঁজিবাজার কত নিচে যেতে পারে আমি দেখতে চাই : অর্থমন্ত্রী

জনমত রিপোর্ট ।। পুঁজিবাজার কত নিচে যেতে \r\nপারে আমি দেখতে চাই। এটা আমার জন্য চ্যালেঞ্জ। আপনারা নিজেদের ওপর বিশ্বাস \r\nরাখবেন। আমার ওপর বিশ্বাস রাখবেন। বাজারের ইন্ডেক্স কত হবে তা আমি বলবো না,\r\n ঠিক করে দিবে অর্থনীতি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা \r\nকামাল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন \r\nকেন্দ্রে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সে ২০১৯ এর প্রধান অতিথির \r\nবক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অতীতে আমার কোম্পানির (সিএমসি কামাল) শেয়ার দাম \r\nবেড়েছিল। কিন্তু আমার কোম্পানির শেয়ারের দাম বাড়লে আমার কি লাভ। আমি তো \r\nকোম্পানির শেয়ার বিক্রি করি না। বিনিয়োগকারী আমাদের বিশ্বাস করে প্রচুর \r\nবিনিয়োগ করেছেন তাদের ওপর আস্থা রেখে আমি কিন্তু শেয়ার বিক্রি করিনি। এক \r\nসময় আমার শেয়ার দাম তিন হাজার টাকা হয়ে গেছে, আমি কয়েক হাজার কোটি টাকা \r\nমার্কেট থেকে নিতে পারতাম। তখন আমি একটা শেয়ার বিক্রি করিনি পরবর্তীতে \r\nসিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমতি নিয়ে আমার সব শেয়ার বিক্রি করেছি।\r\n কিন্তু আমি চাইলে অনেক প্রফিট করতে পারতাম। তবে সেটা হতো অন্যায়।

তিনি বলেন, আমরা নিজেরা লাভবান হওয়ার জন্য মিথ্যা রটনার মাধ্যমে অন্যকে\r\n ঠকাই। নিজের পরিবারের সদস্যের মতো আর একজন ব্যবসায়ীকে ঠকায়, এটা ঠিক না।

অর্থমন্ত্রী বলেন, শেয়ার বাজারে বিনিয়োগের জন্য শিক্ষা নিতে হবে। \r\nপ্রথমে ঠিক করতে হবে আমরা কোথায় যাচ্ছি। এটা মাছ বাজার নয়, এটা কাঁচা \r\nবাজার নয়। এ বাজার আমাদের দ্বারাই পরিচালিত আমরাই খরিদ্দার আমরাই \r\nবিক্রেতা। আমাদের মধ্যে সবাই ভালো আমি বলবো না। এখানে কেউ কেউ আসে চিন্তা \r\nকরে কিভাবে কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। এটা ঠিক না।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমার ওপর বিশ্বাস করে \r\nবিনিয়োগ করবেন না। বুঝে বিনিয়োগ করবেন এবং বুঝে সমন্বয় করে বিনিয়োগ \r\nকরবেন।

তিনি বলেন, লাভবান কিছু মানুষ আছে কান কথা বলে। মিথ্যা কথা বলে। এটা না করে আমাদের সবাইকে মিলেমিশে লাভবান হতে হবে।

এ সময় বিনিয়োগকারীদের যাকাত দেয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব আসাদুল ইসলাম।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে \r\nকমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা এবং \r\nকামালুজ্জামান উপস্থিত ছিলেন।

img

আবারও বেড়েছে সোনার দাম, কাল থেকে কার্যকর

প্রকাশিত :  ১৫:৩০, ১৮ মে ২০২৪

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৭৮ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৮ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১৯ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ৯১৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ১০০ টাকা।

এর আগে, গত শনিবার (১১ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা নির্ধারণ করে বাজুস।


অর্থনীতি এর আরও খবর