img

স্পেনে বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশনের ’ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণ শীর্ষক’ আলোচনা সভা

প্রকাশিত :  ১৯:০৭, ০২ অক্টোবর ২০১৮
সর্বশেষ আপডেট: ১৯:১৩, ০২ অক্টোবর ২০১৮

স্পেনে বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশনের ’ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণ শীর্ষক’ আলোচনা সভা

জনমত রিপোর্ট ।। বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশন স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটির সম্মানে নৈশ ভোজ এবং ঐক্যবদ্ধ  কমিউনিটি বিনির্মাণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ।গত কাল রবিবার (৩০শে সেপ্টেম্বর) বার্সেলোনার রাভালের হিমালয় রেষ্টুরেন্টে আয়োজিত হয় অনুষ্ঠান।বিয়ানীবাজার  জনকল্যান এসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্বাবদানে ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম লায়েক।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধীক প্রবাসী অংশ গ্রহন করেন।তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় কমিউনিটি ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জনকল্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন,বাংলাদেশ কোলতোরাল এসোসিয়েশনের উপদেষ্ঠা আব্দুল বাসিত কয়সর,সহসভাপতি মোক্তার আহমেদ,কমিউনিটি নেতা ইকবাল আহমেদ জুনায়েদ, সালাউদ্দিন আহমেদ,ফয়সল আহমেদ,সিব্বির আহমেদ,খালেদুর রহমান,শাহ আব্দুল কাদের,সুনামগঞ্জ কালচারাল এসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা,জালালাবাদ এসোসিয়েশনের আহবায়ক কামরুল ইসলাম,ঢাকা জেলা সমিতির উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিঃসহভাপতি শিপলূ আহমেদ নিয়াজী,সদস্য আব্দুল কাদির,আব্দুল আহাদ,লতিফিয়া আইডিয়াল জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন, সভাপতি শাহ আলম স্বাধীন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুহেল,বন্ধু সুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার,কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ আহমদ,সাধারণ সম্পাদক জুবেদ আহমদ,তারুন্যের সংগঠন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ, সিঃ সহ সভাপতি সৈয়দ জুয়েল,সাধারণ সম্পাদক এ আর লিটু,শাহ জালাল জামে মসজিদের ইমাম মওলানা ইসমাইল হোসেন,ইমাম রকিবুল হোসেন সহ বার্সেলোনার প্রায় ১৫টি সঙ্গঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে বসবাস করে নিজেদের উন্নয়নের পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান। কমিনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার গুরুত্বআরোপ করেন কমিউনিটির ব্যাক্তিবর্গ।এছাড়া কমিউনিটির মধ্যে  দ্বিধাবিভক্তি সৃষ্টিকারী ব্যাক্তিদের বয়কটেরও দাবী জানান সবাই।

কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশ ক্যারম সেন্টার আয়োজিত ইউকে ওপেন সিঙ্গেল ক্যারম চ্যাম্পিয়ন এর ড্র অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৭:৫৬, ৩০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ক্যারম সেন্টার আয়োজিত ইউকে ওপেন সিঙ্গেল ক্যারম চ্যাম্পিয়ন এর  ড্র গত রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা ১০টায় বাংলাদেশ ক্যারম সেন্টারে অনুষ্ঠিত হয়। সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাউন্ডেক ক্যারম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজার পরিচালনায় ও গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভাপতি ও ক্যারম ব্যক্তিত্ব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের কাউন্সিলর আনা মিয়া। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে\'র চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো: আব্দুল ওয়াহিদ ও সানরাইজ টুডে’র সম্পাদক এনাম আহমদ চৌধুরী প্রমুখ। 

বাংলাদেশ ক্যারম সেন্টার এর উদ্যোগে বৃটেনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে  বাংলাদেশ ইউকে জাতীয় ক্যারম চ্যাম্পিয়ন ২০২৪। আগামী ৭মে ২০২৪ ইংরেজি রোজ মঙ্গলবার ইউকে ওপেন সিঙ্গেল ক্যারম চ্যাম্পিয়ন ২০২৪ অনুষ্ঠিত হবে। সমগ্র ব্রিটেন থেকে মোট ৪০টি টিম অংশগ্রহণ করবে। এতে লন্ডনের বিভিন্ন শহর থেকে চ্যাম্পিয়ন খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। আগামী ৭মে ২০২৪ ইংরেজি বিকাল ৫ঘটিকার সময় খেলা অনুষ্ঠিত হবে। একদিনে খেলার সমাপ্তির জন্য ক্যারম সেন্টার ১২টি বোর্ডের আয়োজন করেছেন। ওই দিনই ইউকের জাতীয় ক্যারম চ্যাম্পিয়ন কে হবেন তা ৭তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অতিথিরা সাউন্ডটেক ক্যারম ক্লাবের প্রতিষ্টাতা  আদ্দুর রহমান খান সুজার ভুয়সী প্রশংসা করেন। এত বড় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্যারম সেন্টার এর সুজা ও রাশেদকে ধন্যবাদ জানান।

কমিউনিটি এর আরও খবর