img

পাকিস্তানের বিপক্ষে ইংলিশ শিবিরে বড় ধাক্কা

প্রকাশিত :  ১০:৩১, ১০ আগষ্ট ২০২০

পাকিস্তানের বিপক্ষে ইংলিশ শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টারে প্রথম টেস্ট জিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে এই সুখ স্মৃতির মধ্যেই ইংলিশদের কপালে ফুটে উঠেছে চিন্তার ভাঁজ। সফরকারীদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগেই যে বড় ধাক্কা খেল স্বাগতিক শিবির।  

জানা গেছে, পাকিস্তানের বিরুদ্ধে বাকি দুটি টেস্টের একটিতেও খেলতে পারবেন না দলের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। যদিও দলটির বিপক্ষে প্রথম টেস্টে তেমন সুবিধা করতে পারেননি তিনি। চার ইনিংস মিলিয়ে ২টি উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ৯টি রান করেন স্টোকস।

চোট সমস্যা নয়, নয় করোনা সংক্রান্ত সমস্যাও। নিতান্ত পারিবারিক কারণেই দলের সঙ্গে থাকতে পারছেন না সময়ের সেরা এই অলরাউন্ডার। পরিবারের সঙ্গে দেখা করতে সুদূর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাড়ি জমাচ্ছেন বেন স্টোকস। কেননা, স্টোকসের পরিবারের বড় একটা অংশই যে নিউজিল্যান্ডে থাকেন।

এদিকে, স্টোকসের অনুপস্থিতে পাকিস্তানের বিরুদ্ধে বাকি দুটি টেস্টে হয়তো সমস্যায় পড়তে পারে রুটবাহিনী। কেননা, স্টোকস যে দুইধারী তলোয়ার। তার অনুপস্থিতি তো দলকে কিছুটা ভারসাম্যহীন করবেই। যার ফায়দা ঠিকই নিতে চাইবে বাবর আজমরা।

img

আর্চারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

প্রকাশিত :  ১৪:০১, ৩০ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। এর মধ্যে দল ঘোষণার সময় বাকি আর একদিন। আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ সময়ে এসে দলগুলো ঘোষণা দিচ্ছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। এরই মধ্যে দল জানিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার তৃতীয় দল হিসেবে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ড এর ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লম্বা সময় ধরে ইনজুরিতে ভোগা পেসার জোফরা আর্চার। এছাড়াও দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাহাতি স্পিনার টম হার্টলি। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ক্রিস ওকসের।

সবশেষ ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন আর্চার। এক বছরেরও বেশি সময় ধরে ইনজুরি থেকে সেরে উঠে ডাক পেলেন জাতীয় দলে। তার সঙ্গে দলে ফিরেছেন ক্রিস জর্ডানও। 

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড ও রিস টপলে।