img

উইন্ডিজের কাছে বাংলাদেশের মেয়েদের চরম হার

প্রকাশিত :  ০৭:২০, ১০ নভেম্বর ২০১৮

উইন্ডিজের কাছে বাংলাদেশের মেয়েদের চরম হার
জনমত স্পোর্টস  ।। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে হেরে গেল বাংলাদেশ। শনিবার ( ১০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় গায়ানার প্রভিডেন্সে ম্যাচটি শুরু হয়।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন কিচিয়া নাইট। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন টেইলর।

বল হাতে নির্ধারিত ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাহানারা আলম। মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রোমানা আহমেদ। এছাড়া সালমা খাতুন ও খাদিজাতুল কোবরা একটি করে উইকেট নেন।
 
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা। দলীয় ৬ রানে শামীমার বিদায়ের পর, একে একে সাজঘরে ফেরেন আয়েশা, জাহানার-পিংকিরাও। দলীয় মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেসরা।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পাঁচ উইকেট মাত্র ১৭ রানে হারিয়ে শেষ পর্যন্ত ১৪.৪ বলে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় দল। ফলে ৬০ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে সালমাবাহিনী। বাংলাদেশ দলের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
 
img

আর্চারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

প্রকাশিত :  ১৪:০১, ৩০ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। এর মধ্যে দল ঘোষণার সময় বাকি আর একদিন। আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ সময়ে এসে দলগুলো ঘোষণা দিচ্ছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। এরই মধ্যে দল জানিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার তৃতীয় দল হিসেবে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ড এর ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লম্বা সময় ধরে ইনজুরিতে ভোগা পেসার জোফরা আর্চার। এছাড়াও দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাহাতি স্পিনার টম হার্টলি। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ক্রিস ওকসের।

সবশেষ ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন আর্চার। এক বছরেরও বেশি সময় ধরে ইনজুরি থেকে সেরে উঠে ডাক পেলেন জাতীয় দলে। তার সঙ্গে দলে ফিরেছেন ক্রিস জর্ডানও। 

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড ও রিস টপলে।