img

ভিড়ের মধ্যে শরীরে হাত, বখাটেকে শিক্ষা দিলেন তাপসী পান্নু

প্রকাশিত :  ১০:৫৮, ২১ অক্টোবর ২০২০

ভিড়ের মধ্যে শরীরে হাত, বখাটেকে শিক্ষা দিলেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী তাপসী পান্নু। বিভিন্ন সিনেমায় সাহসী ভূমিকায় অভিনেতা করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার আর সিনেমা নয়, বাস্তবেই দুর্দান্ত সাহসের নজির দেখালেন তাপসী। তার সঙ্গে অসদাচরণ করায় এক ব্যক্তির আঙুল মটকে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তাপসী এই ঘটনা জানিয়েছেন কারিনা কাপুর খানের রেডিও টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ। তাপসী বলেন, গুরুপরবের সময় আমরা গুরুদ্বারে যেতাম। তার ঠিক পাশের একটি খাবার স্টল ছিল যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেওয়া হতো। জায়গাটিতে এতটাই ভিড় থাকত যে সব সময় ধাক্কাধাক্কি হতো।

এর আগেও সেখানে আমার অদ্ভুত কয়েকটি অভিজ্ঞতা হয়েছিল। আমি জানতাম এ রকম ভিড়ে গেলে আবারও খারাপ কিছু একটা হতে পারে। সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম। আচমকা এক ব্যক্তি আমাকে পেছন দিক থেকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে। তৎক্ষণাৎ আমি ওই ব্যক্তির আঙুল ধরে তা মচকে দিই এবং খুব দ্রুত সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসি।

পর্দায় তিনি বরাবরের সাহসিনী। লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরেও সেই একই রকম সাহসী তাপসী। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন। সাম্প্রতিককালে রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খোলায় অনেক বিরূপ মন্তব্য উঠেছে তার দিকে। কোনো কিছুকে তোয়াক্কা না করেই রিয়ার পাশে দাঁড়িয়েছেন তিনি। 

img

পাকিস্তানে মুক্তি পেল ‘মোনা: জ্বীন-২’

প্রকাশিত :  ০৮:৩৭, ২৭ এপ্রিল ২০২৪

দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানে মুক্তি পেল ‘মোনা: জ্বীন-২’। পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ  বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সেখানকার ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে।

সামাজিক মাধ্যমে তথ্যটি দিয়েছিল ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। 

জাজের কর্ণধার আব্দুল আজিজ সংবাদমাধ্যমকে বলেন, ‘“এম আর নাইন” সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। আজ শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটির প্রদর্শন হচ্ছে।’

আরও বলেন, ‘ছবিটির গল্প এমন, ওখানকার দর্শকের কাছে ভালো লাগবে। গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে ছবিটি পাঠিয়েছিলাম। যাঁদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি, তাঁদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।’

ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। মোনা চরিত্রটি ১২ বছরের এক মেয়ের। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।