img

ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি সরাসরি নাকচ করলেন ইমরান খান

প্রকাশিত :  ০৮:৪৫, ০১ ডিসেম্বর ২০২০

ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি সরাসরি নাকচ করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি সরাসরি নাকচ করলেন ইমরান খান। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে কখনো পিছু হটবে না পাকিস্তান। রবিবার (২৯ নভেম্বর) দেশটির ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ এমনই দাবি করেছে।

এক টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল বলেছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে।

এর আগে গত মাসে ইমরান খান বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গভীর প্রভাব ইসলামাবাদে চাপ সৃষ্টির পেছনে রয়েছে। এছাড়া চাপ সৃষ্টির পেছনে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান।

পাক প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট কিছু বিষয় আছে যা আমরা বলতে পারি না কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং আমরা চাই না তাদের অস্বস্তির কারণ হতে। সূত্র : আরব টাইমস

img

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সুনামির শঙ্কায় ৬টি বিমানবন্দর বন্ধ

প্রকাশিত :  ১৪:৩৫, ০১ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:৪৯, ০১ মে ২০২৪

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির ছয়টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে ।সুনামি আশঙ্কায় কর্তৃপক্ষ হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদিকে অগ্ন্যুৎপাতের ছাই মালয়েশিয়ার বোর্নিও দ্বীপ পর্যন্ত ছড়িয়ে গেছে। 

বুধবার দেশটির সরকারি এক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মাউন্ট রুয়াং থেকে মঙ্গলবার তিন দফা অগ্ন্যুৎপাত হয়। লাভা ও ছাই আকাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ ১২ হাজার স্থানীয়কে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে। এদিকে, অগ্ন্যুৎপাতের পর ছাই ও লাভা সমুদ্রে পড়ার কারণে সুনামির আশঙ্কা করা হচ্ছে।