img

দশ বছরে কোটিপতি নাহিদের স্ত্রীর সম্পদও বেড়েছে ৯ গুণ!

প্রকাশিত :  ১৮:৪৭, ০৩ ডিসেম্বর ২০১৮

দশ বছরে কোটিপতি নাহিদের স্ত্রীর সম্পদও বেড়েছে ৯ গুণ!

জনমত ডেস্ক ।। গত ১০ বছরে সম্পদ বেড়েছে দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর জোহরা জেসমিনের। এর মধ্যে মন্ত্রীর অস্থাবর সম্পত্তি প্রায় ৭ গুণ বাড়লেও তার স্ত্রীর সম্পদ বেড়েছে ৯ গুণেরও বেশি। আর এসময়ে মন্ত্রীর বার্ষিক আয়ও বেড়েছে প্রায় ৪ গুণ। তবে তার স্ত্রীর কোনো আয়ের কথা উল্লেখ নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সাথে যে হলফনামা দিয়েছেন তা বিশ্লেষণেই মন্ত্রীর সম্পদ বৃদ্ধির এই তথ্য পাওয়া যায়।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছিলেন ৩ লাখ ৬৯ হাজার ৯৩৫ টাকা। ১০ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয় উল্লেখ করেন ১৬ লাখ ৩০ হাজার ২০৫টাকা। কৃষি, আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ও পেশা থেকে এই আয় করছেন বলে হলফনামায় লিখেছেন তিনি।

ওই সময়ে নির্ভরশীলদের নামে ২ লাখ ৪ হাজার ১৭৪ টাকা আয় দেখালেও এখন সে খাতে কোন আয় নেই। নবম সংসদ নির্বাচনে পেশা হিসেবে কৃষি ও রাজনৈতিক কর্মী উল্লেখ করেছিলেন; যেখানে এখন তিনি শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসেবেই পেশায় রয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় অস্থাবর সম্পদের মধ্যে তার নিজ নামে ১ কোটি ৫৮ লাখ ১ হাজার ৬৭৯ টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন; যেখানে ২০০৮ সালে এই সম্পদের পরিমাণ ছিল ২১ লাখ ৫৭ হাজার ৯১১টাকা।  সেই হিসেবে তার অস্থাবর সম্পদের পরিমাণ দশ বছরে বেড়েছে ১ কোটি ৩৬ লাখ টাকারও বেশি।

একই ভাবে তখন স্ত্রীর নামে ৬ লাখ ১৯ হাজার ৬৪৪টাকার অস্থাবর সম্পত্তি দেখালেও এবার সেই সম্পদ দেখিয়েছেন ৫৮ লাখ ১৭ হাজার ৩০ টাকার। যা আগের থেকে প্রায় ৯ গুণ বেড়েছে। এছাড়া স্ত্রীর স্বর্ণালংকার থাকলেও এসবের দর ও পরিমাণ জানা নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।

একাদশ সংসদ নির্বাচনের হলফনামা থেকে জানা গেছে, বার্ষিক আয়ের ১৬ লাখ ৩০ হাজার ২০৫ টাকার মধ্যে কৃষি থেকে ৫০ হাজার, ব্যাংক আমানত থেকে সুদ বাবদ ৩ লাখ ২০ হাজার ২০৫ টাকা, পেশা থেকে আয় ১২ লাখ ৬০ হাজার টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে নগদ ৩৫ লাখ ৬৪ হাজার ৭০৫ টাকা, স্ত্রীর নামে ১ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা ৩৯ লাখ ৭২ হাজার ৯৮৩ টাকা এবং স্ত্রীর নামে ৪ লাখ ৫৭ হাজার ৩০ টাকা, শেয়ার/সঞ্চয়পত্রে নিজের বিনিয়োগ ২০ লাখ ও স্ত্রীর নামে ৫০ লাখ টাকা। যানবাহনের মূল্য ৫৯ লাখ ৩৩ হাজার ৩২১ টাকা। স্বর্ণালঙ্কার নিজের ৭৫ হাজার টাকার হলেও স্ত্রীর স্বর্ণালঙ্কারের পরিমাণ-মূল্য জানা নেই। ইলেকট্রনিক সামগ্রী নিজের নামে ২ লাখ ২৫ হাজার ও স্ত্রীর ১ লাখ টাকা। আসবাবপত্র নিজের ৪৫ হাজার ও স্ত্রীর ১ লাখ ৬০ হাজার।

স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকায় ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩১ শতক কৃষি জমি ও ২ লাখ টাকার ৫৬ শতক ও ৪০ লাখ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট, নিজ নামে ২১ লাখ ৮ হাজার ৪৪০ টাকা মূল্যের ৫ কাঠা জমির ওপর অ্যাপার্টমেন্টও রয়েছে। তবে তার নামে কোন মামলা নেই; দায়-দেনা নেই তার।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় শিক্ষামন্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৪৭ হাজার টাকা, স্ত্রীর নামে ৬২ হাজার ৯৫৮ টাকা, নির্ভরশীলদের নামে ২৫০০ টাকা ছিল।

আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭ লাখ ৪৬ হাজার ৪৯৯ টাকা, স্ত্রীর নামে ১ লাখ ৩৬ হাজার ৬৮৬ টাকা, নির্ভরশীলদের নামে ২৫ হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ১২ লাখ ৪৪ হাজার ৪১২ এবং নির্ভরশীলদের নামে ৩ লাখ ৪৭ হাজার ২৫৮ টাকা।

জ্বালানির মূল্য সমন্বয়

img

ডিজেল ও কেরোসিনে ১ টাকা আর পেট্রোলে আড়াই টাকা বৃদ্ধি

প্রকাশিত :  ১৭:২৩, ৩০ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ২০:৫৯, ৩০ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের নতুন এই দাম আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম দুই দফায় জ্বালানি তেলের দাম কমালেও এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়ানো হলো।

জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রলের নতুন দাম লিটার ১২৪ টাকা ৫০ পয়সা ও অকটেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা।

এ ছাড়া পৃথক একটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে ৭৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার।

সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্রে (আইপিপি ও রেন্টাল) প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম ১৫ টাকা ৫০ পয়সা আর ক্যাপটিভে (শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ) গ্যাসের নতুন দাম ৩১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।