img

২০০ পুলিশ সদস্য ভ্যাকসিন নেবেন আজ

প্রকাশিত :  ০৭:৫১, ০৯ ফেব্রুয়ারী ২০২১

২০০ পুলিশ সদস্য ভ্যাকসিন নেবেন আজ

জনমত ডেস্ক : সব গুজব আর শঙ্কা কাটিয়ে দেশজুড়ে শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী। এরই ধারাবাহিকতায় কর্মসূচি শুরুর দুই দিন পর টিকার আওতায় আসছেন পুলিশ সদস্যরাও।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন নেবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। বন্দর নগরীতে মঙ্গলবার থেকে তাদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

এ দিন, সকাল ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়া পুলিশ লাইনসে ২০০ জন পুলিশ সদস্যকে ভ্যাকসিন দেওয়া হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথম দিনে সিএমপির ২০০ সদস্য ভ্যাকসিন নেবেন। পর্যায়ক্রমে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের দেওয়া হবে।’

এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএমপির প্রায় প্রায় সাতশরও বেশি সদস্য। মারা গেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ মোট ৬ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন।

img

রাজশাহীসহ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত :  ১৯:০৬, ২৮ এপ্রিল ২০২৪

রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রাত ৮টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

রাজশাহী ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া ও পাবনা জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। মৃদু ভূমিকম্প হওয়ায় এর কম্পন অনুভূত হয়নি অনেকের।

ভারতের নদীয়া জেলার উত্তমপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এখন পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত আটটার পরে মৃদু ভূমিকম্প হয়েছে কিনা, এটার মাত্রা কত এ বিষয়ে জানতে অনেকেই যোগাযোগ করেছেন। তবে আমাদের এখানকার সেন্সরে ভূমিকম্প রেকর্ড হয়নি। বিষয়টি ঢাকা অফিস নিশ্চিত করেছেন।