img

খোলামেলা ছবি পোস্ট করে বিতর্কে মধুমিতা

প্রকাশিত :  ১২:০৩, ১০ ফেব্রুয়ারী ২০২১

খোলামেলা ছবি পোস্ট করে বিতর্কে মধুমিতা

জনমত ডেস্ক : ফেসবুকে ট্রোলড হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছবি তোলার ধরন থেকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, সব কিছু নিয়েই তাকে কটাক্ষের তিরে বিঁধলেন নেটাগরিকদের একাংশ।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মধুমিতা। অভিনেত্রীর পরনে ছিল হাতকাটা, ডিপ নেক টপ, গলায় সরু স্কার্ফ। স্পষ্ট তার বিভাজিকা। ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অশ্লীল মন্তব্যে তার কমেন্ট বক্স ভর্তি। একজন লিখেছেন, এই ছবির জন্য পেজ আনলাইক দিলাম। দিনে দুপুরে ভয় পেয়ে গিয়েছি। অন্য একজন প্রশ্ন করলেন, মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার?।

আরেক নেটাগরিক আবার ছবি তোলার ভঙ্গি নিয়েও কটাক্ষ করে বললেন, আমি ভাবলাম কেউ ফাঁসি লেগে ঝুলে পড়ে আছে, পরে দেখলাম মধুমিতা। মধুমিতা একা নন, এর আগে খোলামেলা ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্রের মতো অভিনেত্রীরাও। এ বিষয়ে শ্রীলেখার বক্তব্য, ক্লিভেজ দেখতে হলে দেখুন, কিন্তু নোংরামি করবেন না। অর্থাৎ নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে অন্যায় দেখেন না অভিনেত্রী। কিন্তু সেই সৌন্দর্যকে উপভোগ করার নামে ‘নোংরামি’ করাকে সমর্থন করেন না তিনি। কিন্তু মধুমিতার এই পোস্ট আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাল, সৌন্দর্যের প্রশংসাকে নয়, কদর্য-কুৎসিত কথাকেই বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন নেটাগরিকদের একাংশ। 

img

শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়: শাবনূর

প্রকাশিত :  ০৯:৫৬, ০২ মে ২০২৪

গতকাল পালিত হয়েছে শ্রমিক দিবস ।  বিনোদন অঙ্গনের তারকারাও দিনটি নিয়ে লিখেছেন সামাজিক মাধ্যমে। অভিনেত্রী শাবনূরও রয়েছেন এ দলে। 

নিজের ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয়শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত–দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাঁদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাঁদের অর্জনকে সম্মান জানাতে হবে।’

তিনি বলেন, ‘মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয়, সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। মহান মে দিবসে সব শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

শাবনূর ব্যস্ত আছেন ‘রঙ্গনা’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন  আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন শাবনূর।