img

ব্যর্থতায় দলের নামই পাল্টালেন প্রীতি জিনতা!

প্রকাশিত :  ১১:০৮, ১৭ ফেব্রুয়ারী ২০২১
সর্বশেষ আপডেট: ১২:৪৮, ১৭ ফেব্রুয়ারী ২০২১

ব্যর্থতায় দলের নামই পাল্টালেন প্রীতি জিনতা!

স্পোর্টস ডেস্ক: ২০০৮ সাল থেকে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছে প্রীতি জনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। বহুবার অধিনায়ক বদলেও খেতাব জয়ের স্বাদপূরণ হয়নি। আর এবার দলের নামটিই বদলে ফেলেছেন ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের পরবর্তী সিজনে দলের নাম হবে পাঞ্জাব কিংস।

আইপিএল-এর ১৪তম সিজনের আয়োজন হবে আসছে এপ্রিল-মে মাসে। এর জন্য খেলোয়াড়দের নিলামও হবে। আইপিএলের দলগুলোর মধ্যে যে দলগুলো এখনো একবারও ট্রফি জিততে পারেনি, সেগুলোর মধ্যে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

জানা গেছে, দল দীর্ঘদিন ধরেই নাম বদল নিয়ে ভাবনাচিন্তা করছিলো। এবার আগামী আইপিএলের আগে নাম বদল করাটাই সমীচিন ভেবেছে তারা। এটি কোনাভাবেই আচমকা কোনা সিদ্ধান্ত নয়। মোহিত বর্মন, নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা ও করণ পলের দলের ২০২০ সিজনেও ট্রফি অধরা থেকে গিয়েছে।

টুর্নামেন্টের গোড়াপত্তন থেকে এখনো পর্যন্ত প্রতিবারই তারকা-খচিত দল গড়েও একবারও খেতাব জিততে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। সংযুক্ত আরব আমিরশাহীতে গত আইপিএলের তৃতীয় স্থানে শেষ করেছে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল।

নিলামের ঠিক আগে দলের নাম পাল্টে রাখা হয়েছে পাঞ্জাব কিংস। ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৪তম সিজনের নিলাম প্রক্রিয়ার আয়োজন হবে। গত মৌসুমের পর পাঞ্জাব গ্লেন ম্যাক্সওয়েলসহ বেশ কয়েকজন নামী খেলোয়াড়কে রিলিজ করেছে। নিলামে খেলোয়াড়দের নিতে পাঞ্জাবের হাতে ৫০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে।


img

১৪ মাস পর জ্ঞান ফিরেছে কুমার বিশ্বজিতের ছেলের

প্রকাশিত :  ১৩:৪১, ০১ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:৩৪, ০১ মে ২০২৪

১৪ মাস আগে কানাডায় সড়ক দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হয়েছিলেন দেশের বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে কুমার নিবিড়। এই দীর্ঘ সময় সেখানেই চিকিৎসা চলছে তার। চোখ মেলে তাকাতে পারছিলেন না। কথাও বলতে পারেন না। অবস্থা এতটাই মারাত্নক নিবিড়ের। ১৪ মাস ধরেই এমন অবস্থা চলেছে। তবে নতুন খবর হচ্ছে, এতদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড়কে এখন চেয়ারে বসানো যাচ্ছে। চোখ মেলেছেন, সবাইকে দেখছেনও। এমনটাই জানালেন কুমার বিশ্বজিৎ।

দীর্ঘ ১৪ মাস পর চোখ মেলে তাকিয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। কানাডায় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ বিষয়ে গণমাধ্যমকে জানান কুমার বিশ্বজিৎ।

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ বললেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনও হাসপাতালে থাকতে হচ্ছে। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে রিহ্যাবে নেওয়া হবে।

তিনি জানান, নিবিড়ের মা অনেক কষ্ট করছে। সকালে হাসপাতালে আসা, এরপর রাতে আবার বাসায় যাওয়া, সব মিলিয়ে কঠিন সময় কাটছে। যদিও আমাদের আত্মীয়স্বজনও আছেন। তারাও হাসপাতালে বিভিন্ন সময় আসেন, নিবিড়ের দেখাশোনায় সময় দেন।

কুমার বিশ্বজিৎ বলেন, নিবিড়ের এক্সপ্রেশন দেখে মনে হয়, বাবা-মাকে চিনছে। অনেক সময় তাকানো, ৩৬০ ডিগ্রিতে ঘোরা। এরপর যখন বলা হয়, বাবা আসছে, মা আসছে’, তখন বোঝা যায়, আমাদের চেনে। মা যখন বলে, আমাদের চিনতে পার? তখন তার এক্সপ্রেশনে বুঝতে পারি, হয়তো চিনছে। অপেক্ষায় আছি কখন বাবা বলে ডাকবে।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। তার পর থেকেই বাবা-মা দুজনেরই ঠিকানা কানাডার সেই সেন্ট মাইকেল হাসপাতাল। দীর্ঘ ১৪ মাস কুমার বিশ্বজিৎ ছিলেন সংগীত মঞ্চের বাইরে। এর মধ্যে দু’বার তিনি দেশে এসেছেন।