img

সিজেএ'র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা

প্রকাশিত :  ১৪:৪৬, ১১ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট: ১৬:৪৪, ১৩ এপ্রিল ২০২১

সিজেএ'র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা

জনমত রিপোর্টঃ সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন (সিজেএ) এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা। কমনওয়েলথ ভুক্ত বিভিন্ন দেশে এই সংগঠনের শাখা রয়েছে। 


সিজেএ'র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কানাডীয় সাংবাদিক ক্রিস কব। এর আগে ভারতীয় সাংবাদিক মহেন্দ্র ভেদ ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট।

রোববার সিজেএ'র কার্যকরি কমিটির নিবা‍র্চন অনুষ্ঠিত হয়। অনলাইন ও ভার্চুয়াল এই নিবা‍র্চন কমনওয়েলথ এর বিভিন্ন দেশে একযোগে এবং একই সময়ে অনুষ্ঠিত হয় কানাডার স্থানীয় সময় সকাল আটটায়। এতে যুক্তরাজ্য, কানাডা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, উগান্ডা, ক্যামেরুন সহ বিভিন্ন দেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মন্ট্রিল থেকে এই নির্বাচন পরিচালনা করেন সিজেএ'র সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাট পারকেল। 


এর আগে গত ১৯ ও ২০শে মার্চ কমনওয়েলথ এর সাংবাদিকদের নিয়ে দিল্লীতে সিজেএ'র ভাচু‍র্য়াল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের রীতি অনুযায়ী ৩ বছর পর পর সদস্য সাংবাদিকরা মিলিত হয়ে কমনওয়েলথভুক্ত একটি দেশে সম্মেলন ও কার্যকরী কমিটির নিবা‍র্চন করেন। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এই প্রথমবারের মতো  ভার্চুয়াল সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো।


১৯৭৮ সালে প্রতিষ্ঠিত কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন কমনওয়েলথ এর বিভিন্ন দেশে মিডিয়া ফ্রিডম, সাংবাদিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি ইস্যু এবং ক্রম পরিবর্তনশীল এই পেশার নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কমনওয়েলথ প্রেস ইউনিয়ন, কমনওয়েলথ ব্রডকাস্টিং এসোসিয়েশন ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (সিএইচআরআই) ইত্যাদি আন্তর্জাতিক সংগঠনের সাথে মিলে কাজ করে।

নতুন কার্যকরী কমিটিতে যারা নিবা‍র্চিত হয়েছেন:

১. প্রেসিডেন্ট - ক্রিস কব (কানাডা)

২. ভাইস প্রেসিডেন্ট - সৈয়দ নাহাস পাশা (যুক্তরাজ্য)

৩. ভাইস প্রেসিডেন্ট - ভারত ভুষণ (ভারত)

৪. ভাইস প্রেসিডেন্ট - শ্যামল দত্ত (বাংলাদেশ)

৫. ভাইস প্রেসিডেন্ট - ফৌজিয়া শাহীন (পাকিস্তান)

৬. ভাইস প্রেসিডেন্ট - দ্রীতো এলিস (উগান্ডা)

নিবা‍র্হী সদস্যঃ

নাদিম খান (পাকিস্তান)

জয়ন্ত চৌধুরী (ভারত)

ওসমান গণি মনসুর (বাংলাদেশ)

সরোজ নাগি (ভারত)

উইলিয়াম হর্সলি (যুক্তরাজ্য)

ডেবি রানসোম (যুক্তরাজ্য)

এবেনজার মটালে (ক্যামেরুন)

এছাড়া সাবেক দুজন প্রেসিডেন্ট মহেন্দ্র ভেদ (ভারত) ও রে একপু (নাইজেরিয়া) কে প্রেসিডেন্ট এমেরিটাস ঘোষণা করা হয়।

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক, কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও বিডিনিউজ২৪ ডট কম এর যুক্তরাজ্য প্রতিনিধি। তিনি সিজেএ যুক্তরাজ্য শাখার  নির্বাহী  কমিটিরও সদস্য।

img

ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক: এরদোগান

প্রকাশিত :  ১৪:০২, ০৪ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:০৫, ০৪ মে ২০২৪

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে তুরস্কের বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য হলো গাজায় ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা।

শুক্রবার ইস্তানবুলে একটি জাতীয় ব্যবসায়িক কমিটির আলোচনার সময় তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।

এরদোগান বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো— ইসরাইলের প্রধানমন্ত্রী ও নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতিতে বাধ্য করা, যেটি পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

নেতানিয়াহুর সরকারকে সমর্থন করার জন্য আবারও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এরদোগান বলেন, তিনি আশা করেছিলেন যে, এই দেশগুলো তার সিদ্ধান্তের বিরুদ্ধে তুর্কিকে ‘আক্রমণ’ করবে।

তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে আমাদের বাণিজ্য বিধিনিষেধের কারণে পশ্চিমারা কীভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি। তুরস্কসহ অন্যান্য দেশের জন্য এটি একটি উদাহরণ সৃষ্টি করবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যখন একটি যুদ্ধবিরতি হয়, তখন গাজায় পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয়। এটি আমাদের লক্ষ্য।

এরদোগান বলেন, আমরা আমাদের অঞ্চলের কোনো দেশের সঙ্গে শত্রুতা বা সংঘাতের দিকে অগ্রসর হই না। আমরা আমাদের ভূগোলে সংঘর্ষ, রক্ত ও অশ্রু দেখতে চাই না।

ফিলিস্তিন ইস্যুতে দখলদার ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। তারা বলেন, ইসরাইল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না।

বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তুরস্কের দুই কর্মকর্তা।

বৃহস্পতিবার ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরাইলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করছেন।

তিনি এক্সে লিখেছেন— স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি।