img

যশোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত :  ১০:২২, ২৭ জুন ২০২১

যশোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

জনমত ডেস্ক: যশোরের ধোপাখোলা এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নিমতলী এলাকার ধোপাখোলায় বেনাপোল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে থানার পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।

কর্মক্ষেত্রে পরকীয়া, বেশিরভাগ নারীর পরিণতি হয় ভয়ঙ্কর ≣ করোনার আবহে মারা গেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজা ≣ কোনটি শরীরের জন্য বেশি ক্ষতিকর: লবণ না চিনি

ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ নাভারণ থানায় নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। দেশ রূপান্তর

img

অবশেষে ঢাকায় নামল স্বস্তির বৃষ্টি

প্রকাশিত :  ১৯:০৭, ০২ মে ২০২৪

টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে রাজধানীতে নামল বৃষ্টি। আজ বৃহস্পতিবার (২ মে) রাত ৯টা ৫ মিনিটে পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুরসহ রাজধানীর ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে নামে বৃষ্টি।
এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়।
আরও পড়ুন: কবে থেকে টানা ৫ দিন বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
এদিকে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের

কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।