img

অলিখিত ফাইনালেও নেই লিটন-মুস্তাফিজ

প্রকাশিত :  ০৮:১৩, ২৫ জুলাই ২০২১

অলিখিত ফাইনালেও নেই লিটন-মুস্তাফিজ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারারেতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি পাচ্ছে শিরোপা নির্ধারণী ফাইনালের মর্যাদা। যে ফাইনালে সফরকারী দল পাচ্ছে না সেরা বোলার মুস্তাফিজ ও ফর্মে থাকা লিটনকে।

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে বরণ করে ২৩ রানের পরাজয়। সফরের একমাত্র পরাজয়ে বাংলাদেশ এখন সিরিজ হারের শঙ্কায়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তাই জয়ের কোনও বিকল্প নেই টাইগারদের।

চোটের কারণে ওপেনার লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমানকে এই ম্যাচেও পাচ্ছে না বাংলাদেশ। এছাড়াও পিতৃবিয়োগে দেশে ফিরে এসেছেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। স্কোয়াডে আর যে কয়জন খেলোয়াড় ফিট রয়েছেন, তাদের মধ্য থেকে শেষ ম্যাচে সংযোজন-বিয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। তাই তৃতীয় ম্যাচের একাদশেও নেই কোনও পরিবর্তন আসার সম্ভাবনা।

অন্যদিকে, জয়ের ছন্দ ধরে রাখতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়েরও। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি বাংলাদেশের সিরিজ জয়ের হ্যাটট্রিক ঠেকাতে রীতিমত মরিয়া। হারারের স্পোর্টস ক্লাব মাঠে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

জিম্বাবুয়ে: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ: মোহাম্মাদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসাইন পাটোয়ারি, আফিফ হোসাইন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

img

মেসির জোড়া গোলে মিয়ামির বড় জয়

প্রকাশিত :  ০৭:৩২, ২৮ এপ্রিল ২০২৪

আজ রোববার মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি । মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। লিগ ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। তার জোড়া গোলে বড় জয় পেয়েছে মিয়ামি। আর্জেন্টাইন জাদুকরের দুর্দান্ত পারফর্ম্যান্সেই শুরুতে পিছিয়ে পড়লেও পরে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে মেসির দল।

ঘরের মাঠে মিয়ামির বিপক্ষে এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের ৩৭ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে দেন তমাস শনকালায়। তবে শুরুতে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি তারা।

শুরুতেই পিছিয়ে পড়ার পর মিয়ামিকে সমতায় ফেরান মেসি। ম্যাচের ৩২ মিনিটে রবার্ট টেইলরের বাড়িয়ে দেয়া বলে শট নিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন জাদুকর। তাঁর এই গোলেই সমতায় ফিরে মিয়ামি। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোলের দেখা পেয়েছে আর্জেন্টাইন জাদুকরের দল।

ম্যাচের ৬৭ মিনিটে ম্যাচে প্রথম লিডের দেখা পায় মিয়ামি। সার্জিও বুসকেটসের চমৎকার এক পাস থেকে ফাকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর ৮৩ মিনিটে আরও একবার গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। কিন্তু মাতিয়াস রোহাসের বাড়িয়ে দেয়া বলে মেসি দুর্দান্ত এক শট নিলেও তা ফিরিয়ে দেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক। তবে মেসির শট প্রতিহত করলেও বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে মিয়ামির হয়ে ব্যবধান ৩-১ করেন ক্রেমাস্কি।

এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসির নৈপুণ্যে আরও এক গোলের দেখা পায় মিয়ামি। আর্জেন্টাইন জাদুকর দারুণ এক পাসে বল বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান এই স্ট্রাইকার বল পেয়েই দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন। ফলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। 

এই জয়ে  ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে ওঠেছে মিয়ামি। একই সঙ্গে জোড়া গোলে এমএলএসের গোলদাতাদের তালিকায় শীর্ষে ওঠেছেন মেসি। ৭ ম্যাচে এবারে তিনি করেছেন ৯ গোল।