img

টিকার খবর নেই, অথচ ঘটা করে প্রচারণা

প্রকাশিত :  ০৬:৪১, ০৫ আগষ্ট ২০২১
সর্বশেষ আপডেট: ০৬:৫৭, ০৫ আগষ্ট ২০২১

টিকার খবর নেই, অথচ ঘটা করে প্রচারণা

জনমত ডেস্ক: করোনা টিকা নিয়ে অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। যদিও বন্ধ হয়ে যাওয়া টিকাদান কর্মসূচি এরই মধ্যে শুরু হয়েছে। জাপানের কাছ থেকে উপহার পাওয়ায় প্রায় পনের লাখ মানুষের দ্বিতীয় ডোজ টিকা নিয়েও অনিশ্চয়তা দূর হয়েছে।

কিন্তু করোনার চিত্র পাল্টাতে পারে এমন গতির টিকাদান কর্মসূচি এখনও শুরু করা যায়নি। এই প্রেক্ষাপটে বলা হয়েছিল ৭ই আগস্ট থেকে এক সপ্তায় এক কোটি মানুষকে টিকা দেয়া হবে। ঘটা করে প্রচারণা চলতে থাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলে বসেন, ১১ই আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা ছাড়া বাসা থেকে বের হলেই শাস্তি দেয়া হবে। যেন আলাদিনের চেরাগ পাওয়া গেছে। এক সপ্তায় আটাশ কোটি ডোজ টিকা দেয়া হয়ে যাবে।

সর্বশেষ জানা যাচ্ছে এক সপ্তাহের কর্মসূচি সীমিত করা হয়েছে। সাত দিনের পরিবর্তে এখন এক দিন এ কর্মসূচি পালিত হবে। মূলত টিকার পর্যাপ্ত মজুত না থাকার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্য প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরে।তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে সময়মতো টিকা পাওয়ার ওপর। শনিবার টিকা দেওয়া হবে। এতে জনপ্রশাসন, স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় সংযুক্ত থাকবে। কর্মসূচির মূল লক্ষ্য বয়স্কদের টিকার আওতায় আনা।কারণ তাদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কম এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও বেশি। তবে বয়স্কদের পাশাপাশি অন্যরাও টিকা পাবেন। তিনি বলেন, এখনই ১৮-ঊর্ধ্ব সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না।

এই টিকাদান কর্মসূচি নিয়ে অবশ্য বহু প্রশ্নেরই জবাব মিলছে না। হাজার হাজার মানুষ রেজিস্ট্রেশন করে টিকার অপেক্ষায় রয়েছেন। তাদের টিকা না দিয়ে ৭ই আগস্টের জন্য কেন অপেক্ষা করা হল তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। দ্বিতীয়ত, টিকার পর্যাপ্ত মজুত যদি নাই থাকে সপ্তাহ ঘিরে কেন এই ব্যাপক প্রচারণা চালানো হলো। যদিও গ্রামে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেয়ার সিদ্ধান্ত একটি ভালো পদক্ষেপ।

কিন্তু লাখ লাখ মানুষ যদি লাইনে দাঁড়িয়ে যেতো তাদের কি টিকা দেয়া যেতো? সেটা নিয়েই চলছে নানা আলোচনা। 

img

চীন থেকে থ্রেডস ও হোয়াটসঅ্যাপ সরাল অ্যাপল

প্রকাশিত :  ০৫:৫০, ০১ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৩৪, ০১ মে ২০২৪

চীনের আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে আর হোয়াটসঅ্যাপ, থ্রেডস, টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপ থেকে নামাতে পারবেন না। সেখানকার অ্যাপ স্টোর থেকে সামাজিকমাধ্যমের অ্যাপ থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ সরিয়েছে অ্যাপল। জাতীয় নিরাপত্তার স্বার্থে চীন সরকারের নির্দেশে টেক জায়ান্টটিকে এই পদক্ষেপ নিতে হয়। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরের চীনা শাখায় কেবল এই পরিবর্তন আনা হয়েছে। তবে অন্যান্য দেশ ও অঞ্চলের বাসিন্দারা এখনো এই দুটি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা জানিয়েছে , জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে খোদ চীন সরকার তাদের এই নির্দেশ দিয়েছে। সরকারের নেওয়া সিদ্ধান্তের সাথে একমত পোষণ না করলেও, চীনা সরকারের কথা অনুযায়ী কাজ করতে হবে। 

চীনে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটা অ্যাপগুলো অ্যাপ স্টোরে থাকবে।