img

ব্রিটেনে করোনার বুস্টার ডোজ নিচ্ছেন প্রবীণরা

প্রকাশিত :  ১৬:১৬, ১১ অক্টোবর ২০২১

ব্রিটেনে করোনার বুস্টার ডোজ নিচ্ছেন প্রবীণরা

জনমত ডেস্ক: ব্রিটেনে ৮০ ঊর্ধ্ব বয়সীদের এক তৃতীয়াংশেরও বেশি করোনার বুস্টার ডোজ নিয়েছেন। কোভিড প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়ার পর তারা বুস্টার ডোজ নেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)।
স্বাস্থ্য সেবার পরিসংখ্যান অনুযায়ী,  আশি বছরের উপরের প্রায় ২৭ লাখ নাগরিক বুস্টার ডোজ নিতে সক্ষম হয়েছেন। করোনা থেকে বয়স্কদের ঝুঁকি মোকাবিলায় সামনে বুস্টার ডোজের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা দেশটির সরকারের।
ভ্যাকসিনের তৃতীয় ডোজকে বলা হচ্ছে ‘বুস্টার’, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম।
এনএইচএস বলছে, ব্রিটেনে ৭৫-৭৯ বছর বয়সীদের মধ্যে ১৮ শতাংশ বুস্টার ডোজের আওতায় এসেছেন। আর ৭০-৭৪ বছর বয়সীদের ৮ শতাংশ নিয়েছেন।
দেশটির প্রধান নার্সিং কর্মকর্তা রুথ মে বলেন, \'এটি খুবই চমৎকার যে মানুষ নিজেদের সুরক্ষায় বুস্টার ডোজ নিচ্ছেন\'।

img

আজ থেকে জনসমক্ষে দায়িত্বে ফিরছেন রাজা চার্লস

প্রকাশিত :  ১০:২৭, ৩০ এপ্রিল ২০২৪

ক্যান্সার ধরা পড়ার পর, ব্রিটেনের রাজা চার্লস সকল পাবলিক দায়িত্ব থেকে বিরত থাকেন। চিকিৎসা শেষে আজ থেকে জনসমক্ষে দায়িত্বে ফিরছেন তিনি।  এই সুখবর দিয়েছে বাকিংহাম প্যালেস।

আজ দায়িত্বের শুরুতেই তিনি রানী ক্যামেলিয়াকে সঙ্গে নিয়ে একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ক্যানসার চিকিৎসক ও আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলবেন। এছাড়া তার গ্রীষ্মকালীন পরিকল্পনার মধ্যে একটি রাষ্ট্রীয় সফরও রয়েছে। যেখানে তিনি জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন। 

গত মাসে একটি বর্ধিত প্রস্টেটের চিকিত্সা করার সময় ক্যানসার শনাক্ত হওয়ার পর জনসমক্ষে দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন তিনি। সম্পূর্ণ সুস্থ না হলেও এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে ডাক্তাররা যথেষ্ট সন্তুষ্ট। তবে তার ক্যানসারের চিকিত্সা কতদিন স্থায়ী হবে এ বিষয়ে যদিও পরিষ্কার করে কিছু বলেনি ডাক্তাররা। তবে আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। তারপর ক্যানসার ধরা পড়েছিল গত ফেব্রুয়ারিতে সে সময় বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছিল, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

গত জানুয়ারিতে রাজা চার্লস তিন রাত হাসপাতালে কাটিয়েছেন। সেখানে তার প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তার শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্যালেস জানিয়েছিল। তবে তার কোন ধরনের ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।