img

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটি গঠন

প্রকাশিত :  ০৯:৪৭, ১২ অক্টোবর ২০২১

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটি গঠন

নিউইয়র্কে এক মতবিনিময় সভায় হিউমান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এউচআরপিবি)’র সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবী জানিয়েছেন। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত ৭ অক্টোবর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এডভোকেট ম. জাকির মিয়াকে সভাপতি এবং এম রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ নতুন কমিটি গঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জজ (অবঃ) মুনির হোসাইন পাটোয়ারী, এটর্নি খাইরুল বাসার, জেলা জজ (অবঃ) জাহাঙ্গীর সরকার, মুক্তিযোদ্ধা আলতাফ হোসাইন, রিনা আবেদীন, অ্যাডভোকেট নূর ফাতেমা, মোবারক হোসাইন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুর রাশিদ, এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট ম. জাকির মিয়া, এম রহমান কিবরিয়া প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিদায়ী সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি এডভোকেট ম. জাকির মিয়া, সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এম রহমান কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুর রাশিদ, আইন সম্পাদক এডভোকেট আলম, কোষাধ্যক্ষ আখতারুর রহমান মামুন, কার্যকরী সদস্য এডভোকেট আসলাম খান, এডভোকেট শাহ ফরিদ, মহাম্মদ এ রহমান, তোফায়েল আহমেদ চোধুরী, শাহান মজুমদার, ফারুক মাহমুদ চৌধুরী এবং মনিজা রহমান।
উপদেষ্টা পরিষদ : এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নী অশোক কে কর্মকার, এটর্নী খাইরুল বাসার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এডভোকেট কাজী শামসুদোহা, এডভোকেট মুজিবুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী ও মোহাম্মদ শহীদুজ্জামান।
সভায় এডভোকেট মনজিল মোরসেদ তার বক্তব্যে বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে প্রবাসীদের। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগি হিসেবে কাজ করছে। কিন্তু দীর্ঘদিন ধরে যেসব বাংলাদেশী আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের অনেকের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের কেনা সম্পত্তি নিয়ে নানা ভাবে বিড়ম্বনার শিকার হন। আইনী জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যহত হয়। তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সহ তাদের স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইবুনাল গঠন এখন সময়ের দাবী।
অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মনজিল মোরসেদের বিশেষ অবদানের জন্য প্রবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান হয়।
সভায় বাংলাদেশে বিভিন্নভাবে প্রতারনার শিকার প্রবাসীরা তাদের সমস্যার কথা এডভোকেট মনজিল মোরসেদের কাছে তুলে ধরে এর প্রতিকার কামনা করেন। তারা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান। কিন্তু আইনী জটিলতা,আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চিয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা বিনিয়োগে সাহস পাচ্ছেন না। প্রশাসন, আমলা, পুলিশ সহ যারা কী-পয়েন্টে আছেন তাদের দুর্নীতিমুক্ত হতে হবে। তাহলেই প্রবাসীরা দেশে বিনিয়োগে উৎসাহী হবে।

কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশি কর্মীদের ভিসা সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৩:২২, ২৬ এপ্রিল ২০২৪

জনমত ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্যের হসপিটালিটি এবং ক্যাটারিং খাতে কাজ করতে চাওয়া বাংলাদেশি রেস্তোরাঁ কর্মীদের জন্য ভিসার শর্ত সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন।

২৫ এপ্রিল বৃহস্পতিবার যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) আয়োজিত বাংলাদেশ বিষয়ক হাই প্রোফাইল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এপিপিজি অন বাংলাদেশ চেয়ার রুশনারা আলী এমপির সভাপতিত্ব এ সংলাপে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বব ব্ল্যাকম্যান এমপি এবং এপিপিজির ভাইস-চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া বক্তব্য রাখেন। 

প্রতিমন্ত্রী বলেন,  \"বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিসহ সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের চলমান মঙ্গল এবং কল্যাণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।\"

তিনি আরও বলেন, \"বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্রনীতির ফলে বিগত ১৫ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।\" তিনি উল্লেখ করেন যে, \"বাংলাদেশ-যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার এখনও অনেক ক্ষেত্র অন্বেষণের সুযোগ রয়েছে।\"

তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, \"যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাংলাদেশী রেস্তোরাঁগুলি বর্তমানে সুদক্ষ কর্মীদের অভাবের সম্মুখীন হচ্ছে। যুক্তরাজ্য সরকার ন্যূনতম বার্ষিক বেতন  ৩৮০০ পাউন্ডে উন্নীত করায়, অনেক রেস্তোরাঁর মালিকদের পক্ষেই এই পরিমাণ বেতন দিয়ে কর্মি রাখা প্রায় অসম্ভব।\"


প্রতিমন্ত্রী শফিকুর রহমান হসপিটালিটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। 

তিনি আরও বলেন, \"বাংলাদেশ দক্ষ নির্মাণ শ্রমিক এবং খামার শ্রমিক দিতে পারে যারা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে পারবে। বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযোগে বাংলাদেশী দক্ষ শ্রমিকদের জন্য রেস্তোরাঁ কর্মী, চিকিৎসক ও নার্সসহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।\"

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, \"বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কাজের সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে।\"

তিনি উল্লেখ করেন যে, \"গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক কেয়ারগিভার যুক্তরাজ্যে নিয়োগ করা হয়েছে। উপরন্তু, বাংলাদেশ থেকে মৌসুমী খামার শ্রমিকদের নিয়োগও শুরু হয়েছে।\'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুশনারা আলী এমপি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের উচ্চপদস্থ সংসদীয় কর্মকর্তা এবং ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। 

এর আগে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

একই দিনে মন্ত্রী শফিকুর পূর্ব লন্ডনে ইউকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত একটি ব্যবসায়িক সভায়ও যোগ দেন।

কমিউনিটি এর আরও খবর