img

বৈরুতে গুলিতে ৬ জন নিহত: শোক দিবস পালন করছে লেবাননবাসী

প্রকাশিত :  ১০:২০, ১৫ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট: ১৯:২৩, ১৫ অক্টোবর ২০২১

বৈরুতে গুলিতে ৬ জন নিহত: শোক দিবস পালন করছে লেবাননবাসী

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভে এলোপাতাড়ি ছোড়া গুলিতে ৬ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় শুক্রবার শোক দিবস পালন করছে লেবাননবাসী। সহিংস ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক টুইট বার্তায় এ শোক দিবস পালনের ঘোষণা দেন। এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার কালো পোশাকে শত শত হিজবুল্লাহ সমর্থক বৈরুত জাস্টিস প্যালেসে সমবেত হন। বৈরুত বন্দরে ২০২০ সালের ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণে ২১৯ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হওয়ার ঘটনার তদন্ত কাজে পক্ষপাতিত্বের অভিযোগে বিচারপতি তারেক বিতারকে সরিয়ে দেওয়ার আহ্বান জানাতে এ বিক্ষোভ করেন তারা। লেবাননের রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও এ বিক্ষোভে অংশ নেন। খবর বিবিসির।
বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের চালানো এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহত এবং আরও অন্তত ৩২ জন আহত হন। এ সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিক্ষোভের ডাক দেওয়া হিজবুল্লাহ বলছে, বন্দুকধারীরা ছাদ থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। তারা একটি খ্রিস্টান উপদলকে এ ঘটনায় দোষারোপ করেছে, যদিও গ্রুপটি এই অভিযোগ অস্বীকার করেছে।
তারেক বিতার বৈরুত ক্রিমিনাল কোর্টের প্রধান বিচারক। বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তা তিনি। এর আগে সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় প্রথম তদন্ত কর্মকর্তা অপসারিত হন।

img

চলতি সপ্তাহেই গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু

প্রকাশিত :  ১২:৩২, ৩০ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:২৫, ৩০ এপ্রিল ২০২৪

গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবিকতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে নেদার‌ল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সোমবার (২৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবিকতাবিরোধী অপরাধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিপরিষদ। সেজন্য নেদার‌ল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুসহ প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা।

সূত্রটি আরো জানিয়েছে, এ প্রসঙ্গে আইসিসির সাথে যোগাযোগ করেছেন এনবিসির সাংবাদিকরা। জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কাজের সুবিধার্থে যেকোনো পদক্ষেপ নিতে হতে পারে। কিন্তু বিষয়টি যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।’