img

মোটরসাইকেল উৎপাদন করবে এটলাস বাংলাদেশ

প্রকাশিত :  ১৫:২০, ১২ নভেম্বর ২০২১

মোটরসাইকেল উৎপাদন করবে এটলাস বাংলাদেশ

জনমত ডেস্ক: লোকসানি প্রতিষ্ঠানকে লাভজনক করে তুলতে নতুন ব্র্যান্ড করতে চায় এটলাস বাংলাদেশ লিমিটেড। সে জন্য নিজেদের নামে মোটরসাইকেল উৎপাদন করবে এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। শুধু তা-ই নয়, একক পণ্যের ওপর নির্ভরশীল না থেকে মোটরসাইকেলের পাশাপাশি বাইসাইকেল, সিলিং ফ্যান, অক্সিজেন প্ল্যান্টও করবে প্রতিষ্ঠানটি। গত বুধবার এবিএলের পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটলাস এখন যৌথভাবে চীনের জংসেন মোটরসাইকেল কোম্পানির সঙ্গে ব্যবসা করছে। ১৯৯৩ সাল থেকে জাপানের হোন্ডার সঙ্গে
ব্যবসা করেছে এটলাস। পরে ভারতের হিরো কোম্পানির সঙ্গেও যৌথ ব্যবসা করেছিল প্রতিষ্ঠানটি।
এবিএলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মালেক মোড়ল বলেন, যৌথভাবে ব্যবসা না করে নিজেদের ব্র্যান্ডে মোটরসাইকেল উৎপাদনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য সরকারের কাছ থেকে টাকা পাওয়া যাবে বলে জানান তিনি।
ওই সভায় বিএসইসির চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা বলেন, এটলাসকে লাভজনক হতে হলে মোটরসাইকেল বিক্রি বাড়াতে হবে। নতুন পণ্য উৎপাদন করতে হবে।


img

টানা ৮ দফায় কমল সোনার দাম

প্রকাশিত :  ১৩:৫৩, ০২ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৮:৫৪, ০২ মে ২০২৪

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে টানা ৮ দফায় কমল সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের একভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার (৩ মে) থেকে কার্যকর হবে।