img

পূর্ব লন্ডনের এশায়াতুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তহুর উদ্দিন আর নেই

প্রকাশিত :  ১৩:৫১, ১৩ নভেম্বর ২০২১

পূর্ব লন্ডনের এশায়াতুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তহুর উদ্দিন আর নেই

পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার এশায়াতুল ইসলাম মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এশায়াতুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তহুর উদ্দিন ইহজগৎ ছেড়ে চলে গেছেন। ১২ নভেম্বর শুক্রবার ব্রিটেনের স্থানীয় সময় দুপুরে বার্মিংহামে নিজ বাসভবনে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিশ্বনাথ উপজেলার বরুনি গ্রাম নিবাসী মাওলানা তহুর উদ্দিন ছিলেন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জি হুজুর (র.)-এর ছাত্র। ঢাকার লালবাগ জামেয়া কুরআনিয়া থেকে তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেছিলেন। তিনি ব্রিটেনে \"বড়ো হুজুর\" হিসেবে পরিচিত ছিলেন। তিনি যুক্তরাজ্য বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তার সহধর্মিণী, হামিদা বেগম গত সেপ্টেম্বরে ইন্তেকাল করেন।

*যুক্তরাজ্য খেলাফত মজলিসের নেতৃবৃন্দের শোক*

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বৃটেনের প্রবীণ শীর্ষ আলেমে দ্বীন, দারুল উলুম ফোর্ডস্কয়ার মাদ্রাসার লন্ডন এর প্রিন্সিপাল হযরত শায়খ মাওলানা তহুর উদ্দীন এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি, জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক ও সেক্রেটারী মুফতি ছালেহ আহমদ বলেন, হযরত মাওলানা শায়খ তহুর উদ্দিন রহ. ইন্তেকালে আমরা একজন অভিভাবককে হারালাম। দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার সহ উম্মাহের কল্যানে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তার সকল অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমরা দোয়া করি মহান আল্লাহ তায়ালা তার জীবনের সব নেক আমলকে কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাক্বাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে জকিগঞ্জের ইতহাস নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত

প্রকাশিত :  ১৪:৪৬, ০১ মে ২০২৪

সিলেটের ঐতিহ্যবাহি জনপদ জকিগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে লন্ডনে প্রমাণ্যচিত্র প্রদর্শন করেছে জকিগঞ্জ এসোসিয়েসন ইউকে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জনপদের কথা জানাতে এবং ফেলে আসা দিনকে স্মরণ করতে এমন আয়োজন অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা।

রোববার লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমীতে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র, কাউন্সিলর শেরওয়ার চৌধুরী। সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ডেপুটি হাইকমিশনার হযরত আলী খান।  সভায় সংগঠনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মুর্তজা চৌধুরী ইকবাল।  

অনুষ্ঠানে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সিলেটের জকিগঞ্জকে সরকারি স্বীকৃতি প্রদানের দাবী জানিয়েছেন লন্ডন প্রবাসিরা। লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েসন ইউকে আয়োজিত উপজেলার ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনপূর্ব আলোচনা কালে এ দাবী জানান তারা।  এ সময় তারা আরো বলেন, “১৯৭১ সালের ২০ নভেম্বর ঈদের দিন রাতে মিত্র বাহিনীসহ এক সাঁড়াশি অভিযানে ২১ নভেম্বর ভোরে মুক্ত হয় সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ। যুদ্ধকালীন সময়ে এই অঞ্চল ছিল ৪ নম্বর সেক্টরের অন্তর্ভক্ত।  দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সরকারি স্বীকৃতি সময়ের দাবী।”

বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী, নিউহাম কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, ক্যামেডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা  রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ডেপুটি স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ, কাউন্সিলর ফয়জুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, নিজামুল হক নাজমুল, শাহাব উদ্দিন, মুফতি আব্দুল মুনতাকিম, চ্যানেল এসের ফারহান মাসুদ খান, সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার নুরুল গাফফার, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, রফিকুল হায়দার, মুহিবুস সামাদ চৌধুরী মামুন সহ আরো অনেকে। 

কুরআনে পাক থেকে তেলাওয়াত করেছেন জকিগঞ্জের কৃতি সন্তান দারুল উম্মা মসজিদের খতিব ও ইমাম শেখ কাজী আশিকুর রহমান এবং হাফিজ মওলানা জাকারিয়া।  অনুষ্ঠানে বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠন হিসেবে জকিগঞ্জ এসোসিয়েসন সর্বপ্রথম নিজ এলাকার যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করালো তা অন্যান্য উপজেলাবাসিও অনুসরণ করবে।  এতে শেকড়ের কথা জানবে নতুন প্রজন্ম।”

সংগঠনকে থেকে জানানো হয়েছে বর্তমান সংস্করণে যে কমতি আছে আগামিতে যেসব সংস্করণ আসবে তা সংযোজন করা হবে।  বহির্বিশ্বে আলোকিত জকিগঞ্জ প্রজন্ম নিয়ে পরবর্তী সংস্করণ প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়েছে।  অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো বায়ান্ন টিভি।— সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর