img

’ওমিক্রন যে ‘ভয়ংকর’ সে বিষয়ে এখনো কোনো প্রমাণ মেলেনি’

প্রকাশিত :  ০৭:৪১, ০২ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ০৭:৫০, ০২ ডিসেম্বর ২০২১

অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসারের দাবি

’ওমিক্রন যে ‘ভয়ংকর’ সে বিষয়ে এখনো কোনো প্রমাণ মেলেনি’

করোনার নতুন ওমিক্রন্ট ভ্যারিয়েন্ট অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় যে ভয়ঙ্কর সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি বলে দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার পল কেলি।
পল কেলি বলেন,‘ বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের ৩০০ এর মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবার মধ্যে মৃদু লক্ষণ রয়েছে আবার অনেকের মধ্যে তা নেই। ’
অস্ট্রেলিয়াতে এরইমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সাতজন রোগী চিহ্নিত করা হয়েছে । এরমধ্যে ছয় জন নিউ সাউথ ওয়েলসের যা অস্ট্রেলিয়ার একটি জনবহুল রাজ্য।
কেলি বলেন,‘ সারা বিশ্বে যারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগ করোনার টিকা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি যে করোনার ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে না।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে 'উদ্বেগজনক ভেরিয়েন্ট' হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

img

ফেসবুক মেমোরিজ বন্ধ রাখবেন যেভাবে

প্রকাশিত :  ১২:১৪, ৩০ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:১৮, ৩০ এপ্রিল ২০২৪

বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর মেমোরিজ বিভাগে নির্দিষ্ট দিনে আগের প্রকাশ করা পোস্টসহ বন্ধুদের ট্যাগ করা বিভিন্ন পোস্ট দেখা যায়। এগুলো অনেক সময় পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। যা মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতিও তৈরি করে। তবে আপনি চাইলে ফেসবুকের মেমোরিজ সুবিধা বন্ধ রেখে এ সমস্যার সমাধান করতে পারেন।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক মেমোরিজ বন্ধ রাখবেন: 

১. মেমোরিজ সুবিধা বন্ধের জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে।

২. এরপর ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. এবার মেমোরিজ ট্যাবে ক্লিক করে পরের পৃষ্ঠার ওপরে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে।

৪. তারপর নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিস’ নির্বাচন করলে সব মেমোরিজ পোস্ট দেখা যাবে।

৫. এরপর ‘হাইলাইটস’ থেকে ‘নান’ অপশন নির্বাচন করলেই মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক। আপনি চাইলে নির্দিষ্ট ব্যক্তি, দিন ও কি–ওয়ার্ডসংবলিত ফেসবুক পোস্ট প্রদর্শনও বন্ধ করতে পারবেন।