img

বিএনপি নেতা আবেদ রাজার মাতা’র মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশিত :  ২০:০৮, ২২ আগষ্ট ২০২২
সর্বশেষ আপডেট: ১৩:৫৬, ২৪ আগষ্ট ২০২২

বিএনপি নেতা আবেদ রাজার  মাতা’র মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির  সাধারণ সম্পাদক আবেদ রাজার মমতাময়ী মাতা  শায়েস্তা বেগম  ১৮ আগস্ট  বার্ধক্যজনিত কারনে ১০৫ বছর বয়সে বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন যুক্তরাজ্য বিএনপি।   

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “আবেদ রাজার  মমতাময়ী মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ  গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত।”    

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।— খবর সংবাদ বিজ্ঞপ্তির


কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে স্থাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন

প্রকাশিত :  ১০:৪২, ১৮ মে ২০২৪

গত ১৪ মে ২০২৪ লন্ডনে সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন। ডঃ সেন তাঁর বক্তব্যে বলেন, দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, পরবর্তী প্রজ্ন্মের জন্য বিশ্বের কোন দেশে জাতির পিতার কোন ভাস্কর্য নাই। জেনারেসন জানবে কিভাবে, কে আমাদের মুক্তিদাতা? আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন। আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি জাতির পিতাকে।
ডঃ সামন্ত লাল বলেন, পিতা দিয়েছিলেন সোহরার্দী হাসপাতালে ৫ বেড আর মেয়ে দিলেন ৫০০ শত বেড। লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না এতো সুন্দর ভাস্কর্য আর আমার বড় ভাই শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেছেন। ধন্যবাদ আফছার খান সাদেককে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তূলে ধরেছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আ: আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক, রবিনপাল, মিসবা, সায়াদ, খসরুজ্জামান, সাদ আহমদ, হারুন মিয়া, ইকবাল খানসহ অনেকে।

কমিউনিটি এর আরও খবর