img

জাপানকে হারিয়ে টিকে রইলো কোস্টারিকা

প্রকাশিত :  ১২:২৮, ২৭ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট: ১৫:৫৩, ২৭ নভেম্বর ২০২২

জাপানকে হারিয়ে টিকে রইলো কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে জাপান। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হতো। 

এমন সহজ সমীকরণের ম্যাচে রোববার কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হয় জাপান। কিন্তু জয় ছিনিয়ে নেয়া তো দূরে থাক! পরাজয়ও এড়াতে পারেনি জাপানিরা।  

কোস্টারিকার বিপক্ষে জাপান হারে ১-০ গোলের ব্যবধানে। কোস্টারিকার জয়সূচক একমাত্র গোলটি করেন কিশার ফুলার। কোস্টারিকার এই জয়ে ই গ্রুপের খেলা জমে গেল।

‘ই’ গ্রুপে এক ম্যাচে জয়ে পেয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচে একটি করে জয় নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে জাপান ও কোস্টারিকা। এক ম্যাচে কোনো পয়েন্ট তুলতে না পেরে গ্রুপের সবার পরেই অবস্থান জার্মানির। 

এদিন ‘ই’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করে জাপান-কোস্টারিকা। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। 

দ্বিতীয়ার্ধের ৮২তম মিনিটে কিশার ফুলারের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। এরপর অনেক চেষ্টা করেও সেই গোল পরিশোধ করতে পারেনি জাপান। ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে কোস্টারিকা। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয়েছিল কোস্টারিকা।

img

আর্চারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

প্রকাশিত :  ১৪:০১, ৩০ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। এর মধ্যে দল ঘোষণার সময় বাকি আর একদিন। আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ সময়ে এসে দলগুলো ঘোষণা দিচ্ছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। এরই মধ্যে দল জানিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার তৃতীয় দল হিসেবে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ড এর ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লম্বা সময় ধরে ইনজুরিতে ভোগা পেসার জোফরা আর্চার। এছাড়াও দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাহাতি স্পিনার টম হার্টলি। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ক্রিস ওকসের।

সবশেষ ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন আর্চার। এক বছরেরও বেশি সময় ধরে ইনজুরি থেকে সেরে উঠে ডাক পেলেন জাতীয় দলে। তার সঙ্গে দলে ফিরেছেন ক্রিস জর্ডানও। 

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড ও রিস টপলে।