img

থানায় বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলা, সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত :  ০৭:৪৩, ০৬ ফেব্রুয়ারী ২০২৩

থানায় বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলা, সাংবাদিকসহ আহত ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় শালিসি বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এসময় মারামারির সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদসহ ৫জন। 

রোববার সন্ধ্যার পূর্ব মূহুর্তে কোম্পানীগঞ্জ থানার ভেতর ও প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোম্পানীগঞ্জ থানায় বিকাল থেকে এসআই মাসুদ পারিবারিক একটি ঘটনা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’পক্ষকে নিয়ে শালিস বৈঠক করছিলেন। ওই বৈঠকে এক পক্ষ থানার ভেতরে স্থানীয় কিশোর গ্যাংদের ডেকে আনে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে থানার মধ্যে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। 

মারামারি করতে করতে একজনকে ধরে নিয়ে প্রধান সড়কে বেদম পেটাতে থাকে। কিশোর গ্যাং সদস্য সবার হাতে লাঠিসোটা ছিল। 

ওই কিশোরকে মারার সময় ছবি ধারণ করতে গেলে কিশোর গ্যাং লিডার জয়, মোহনের নেতৃত্বে অন্যান্যরা দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদের ওপর হামলে পড়ে। তাকে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও ৪-৫জন হামলার শিকার হয়। 

এর আগে কিশোর গ্যাং সদস্যরা থানার সামনে গাড়ি ভাঙচুর ও পার্শ্ববর্তী সিদ্দিক টাওয়ারে হামলা ও ভাঙচুর চালায়।  

এ বিষয়ে এসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি শালিস বৈঠকের বিষয়ে কোনো তথ্য দিতে অনিহা প্রকাশ করেন। তবে তিনি বিষয়টি নিয়ে আহত সাংবাদিক ও এ প্রতিনিধির সঙ্গে সমঝোতা করতে চান বলে কয়েক স্থানীয় সাংবাদিক জানিয়েছেন। 

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, আমি একটি মামলায় কোর্টে হাজিরা দেওয়ার জন্য কোম্পানীগঞ্জ থানার বাহিরে আছি। ওসি তদন্তকে সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

মানবতার মুখোশে ভয়ংকর অপরাধী

img

আলোচিত সেই মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

প্রকাশিত :  ১৫:২১, ০১ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৫:৩১, ০১ মে ২০২৪

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা’র মুখোশের আড়ালে ভয়ংকরসব অপকর্মকারী মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার  (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
হারুন অর রশীদ জানান, দক্ষিণ পাইকপাড়ার আশ্রম থেকে মিল্টন সমাদ্দারকে আটক করা হয়েছে। ওই আশ্রমে এখনও অভিযান চলছে।
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামক বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে।
যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। নিজের পক্ষে কিছু তথ্যপ্রমাণ ও যুক্তিও তুলে ধরেন। কিন্তু তার দাবি এবং উপস্থাপিত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, মিল্টনের দেয়া বেশিরভাগ তথ্যই ছিল মিথ্যা।