img

অবৈধ ইটভাটা ২ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ

প্রকাশিত :  ১০:১৭, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

অবৈধ ইটভাটা ২ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ

জনমত ডেস্ক: বায়ু দূষণ রোধে রাজধানীর আশপাশের অবৈধ ইটভাটা ২ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্ছেদের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।  

গত ৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ঢাকার বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চায় হাইকোর্ট। এ সময় বায়ু দূষণ রোধে সিটি করপোরেশনের দেয়া প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে আদালত। 

এর আগে, দূষণ রোধে ৯ দফা নির্দেশনা দিয়ে ২০২০ সালে রায় দেয় উচ্চ আদালত। এসব নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রিটকারী আবারও আদালতের নজরে আনেন মামলাটি।

img

পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা

প্রকাশিত :  ১২:১৫, ২৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:২৯, ২৮ এপ্রিল ২০২৪

এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর থেকে রবিবার (২৭ এপ্রিল) পর্যন্ত পদ্মা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা টোল আদায় করা হয়েছে।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী জানান, শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় সেতুটি দিয়ে ১ কোটি ১২ লাখ ৯১ ৯৫টি যানবাহন পারাপার হয়েছে।

২০২৩ সালের ২৫ জুন সেতুটি প্রথম যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ট্রাফিক বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৫৬ লাখ ১ হাজার ২৩২টি যানবাহন মাওয়া পয়েন্ট দিয়ে এবং ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি যানবাহন জাজিরা পয়েন্ট দিয়ে অতিক্রম করে।

চলতি বছরের ৯ এপ্রিল ৪৫ হাজার ২০৪টি যানবাহন থেকে ৪ কোটি ৯০ লাখ টাকা আয় করে সেতুটি একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড গড়ে।
২০২৩ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরদিন সকালে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়, যা দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সম্প্রসারণে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়।

জাতীয় এর আরও খবর