img

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রকাশিত :  ১৪:০১, ১৯ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:০১, ১৯ এপ্রিল ২০২৪

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
রাজশাহীতে ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার মুরাদীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আসিফ ইকবাল (১৯), সুইট (৩১) ও তাজুল ইসলাম (২৫)। এদের মধ্যে আসিফ দামকুড়া উপজেলার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে, সুইট সুত্রাবন এলাকার আলমগীরের ছেলে ও তাজুল ইসলাম তাজুল লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে।

অপরদিকে আহতরা হলেন, মো. জুলহাস উদ্দিন (৩২) ও মো. রিমন হোসেন (৩৫)। জুলহাস জেলার দামকুড় উপজেলার আলীগঞ্জ এলাকার মো. রবিউল ইসলামের ছেলে ও রিমন একই উপজেলার নতুন কশবা এলাকার মো. মানিক মিয়ার ছেলে।

দামকুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, বিকেলে উপজেলার মুরাদীপুর এলাকায় বালুবাহী একটি ডাম্পট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় পাঁচ আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
img

কক্সবাজারে খাল থেকে দুই জেলের লাশ উদ্ধার

প্রকাশিত :  ০৭:১১, ১৭ মে ২০২৪

কক্সবাজার খুরুশকুল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার মনুপাড়ার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দুইজন হলেন খুরুশকুল এলাকার আব্দুল খালেক ও ইয়াছিন আরাফাত। বিষয়টি নিশ্চিত করে খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজন সিদ্দিকী বলেন, সকালে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় খালের পাশে দুইটি মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে আমি পুলিশকে অবহিত করি। নিহত দুজনই পেশায় জেলে ছিলেন। দুইদিন আগে তারা সাগর থেকে মাছ শিকার করে আসেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনই নিশ্চিত না। পুলিশ ময়নাতদন্তের পরে বলতে পারবে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, একটি খাল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।