img

২৬ এপ্রিল হচ্ছে না বিএনপির সমাবেশ, যে কারণে পেছাল

প্রকাশিত :  ১৩:০৮, ২২ এপ্রিল ২০২৪

২৬ এপ্রিল হচ্ছে না বিএনপির সমাবেশ, যে কারণে পেছাল

তীব্র তাপদাহের কারণে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) অনুষ্ঠেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এ তথ্য জানিয়েছেন। তবে কবে এ সমাবেশ হবে সে বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক জানান, গরমে সতর্কতামূলক ‘হিট অ্যালার্টের’ সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইস্যুতে সোমবার বিকেল ৫টায় নয়াপল্টনে বৈঠক হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকেই সমাবেশের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আগামী পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে র‍্যালি ও সমাবেশ করবে বিএনপি। এরপর সুবিধমতো একটি দিন ঠিক করা হবে সমাবেশের জন্য।

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি। এরই মধ্যে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। বিএনপির এই ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে গত ১৯ এপ্রিল সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস, যা আজ আরও তিন দিন বাড়ানো হয়।

img

রাঙামাটিতে দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত :  ০৭:৫০, ১৮ মে ২০২৪

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুই সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (১৮ মে) সকালে লংগদু সদর ইউনিয়নের বড় হারিহাবা এলাকার মনপুতি বাজার সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তিনক চাকমা ও ধন্যরাম চাকমা।

জানা যায়, শুক্রবার রাতে ইউপিডিএফের দুই কালেক্টর মনপুদি বাজার এলাকায় একটি বাড়িতে অবস্থানের খবর পায়। পরে প্রতিপক্ষের সদস্যরা সেখানে গিয়ে দুজনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

লংগদু থানার ওসি হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত জানা যাবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে জেএসএস অভিযোগ অস্বীকার করেছে।

জাতীয় এর আরও খবর