উদ্বোধনীতে প্রতিমন্ত্রী

img

‘জিয়া-এরশাদ-খালেদা এ দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছিলো’

প্রকাশিত :  ১৬:৩৯, ১০ মে ২০১৯

‘জিয়া-এরশাদ-খালেদা এ দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছিলো’

জনমত ডেস্ক ।। মেধাবী ও পরিশ্রমী ডাইনামিক লিডারশিপ প্রয়োজন আছে উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন কায়েক পরিশ্রম শরীরকে সতেজ রাখে এবং মনকে প্রফুল্ল করে তুলে । বই মানুষের প্রকৃত বন্ধু । বই মানুষের ঘুমন্ত মেধাকে জাগ্রত করে তুলে।তাই আমাদের বই পড়তে তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে।

                               
শুক্রবার (১০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিরল উপজেলার মাইনুল হাসান মহাবিদ্যালয়ের গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাইনুল হাসান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরোও বলেন, আমাদের সমাজে সৎ, নিষ্ঠ, ন্যায় পরায়ন আদর্শবান নেতৃত্ব তৈরী হবে। অন্যথায় একসময়ে আমরা রাজনৈতিক ভাবে মুখ থুবড়ে পড়ে যাব। রাজনীতি এক দিনের বিষয় নয়। রাজনীতি হলো সেবা প্রদানের বিষয এখান থেকে কিছু পাওয়ার বিষয নয়। ন্যায়, নীতি, বিশ্বাস ও আস্থা রাজনীতির অংশ বিশেষ। রাজনীতি ঠিক রাখার জন্য আমাদের এই ডাইনামিক শিক্ষা ও সামাজিক শিক্ষার দরকার আছে।
তিনি আরোও বলেন আওয়ামী লীগ সরকার উন্নত শিক্ষা ব্যবস্থাকে দেশের জনগণের হাতের নাগালে পৌঁছে দিয়েছে দেশের তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর, জিয়া-এরশাদ-খালেদা এ দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়। দীর্ঘদিন পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। নতুন ভবন পাচ্ছে। জেলা-উপজেলায় নতুন নতুন স্কুল-কলেজ হচ্ছে।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকায় এরকম একটি শিক্ষার অট্টালিকা ভবন শুধু শিক্ষার মান বৃদ্ধি করবে না, এলাকার ও মান বৃদ্ধি হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম,আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ,কে,এম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর উপজেলা নির্বাহী অফিসার রওশন করীর প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিন সন্ধ্যায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

শিক্ষা এর আরও খবর

img

শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত :  ১২:৩৫, ০২ মে ২০২৪

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি শেষে সারাদেশে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী শনিবার শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। আর প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার খুলবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে।

আর প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদও জানান, বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে।

এর আগে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গরমের কারণে এক সপ্তাহ ছুটি মিলিয়ে মোট ১ মাস ৩ দিন পর গত রোববার খুলে দেশের শিক্ষাঙ্গন। একদিন খোলা রেখে সোমবার থেকে ফের বন্ধ হয় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। সোমবার খোলা থাকে প্রাথমিক স্কুল। কিন্তু তীব্র তাপপ্রবাহে হাইকোর্টের নির্দেশনা মেনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উভয় স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, শিক্ষা ঘাটতি পূরণের জন্য আগামী ৪ মে থেকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের ক্লাস চালু রাখা হবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর একদিন আগে ২৫ মার্চ কলেজগুলো বন্ধ হয়েছিল। আর প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছিল ২২ মার্চ।

ঈদ ও নববর্ষের ছুটি শেষে স্কুল-কলেজ খোলার কথা ছিল গত ২১ এপ্রিল। কিন্তু এপ্রিলের শুরু থেকে টানা তাপপ্রবাহের মধ্যে কয়েক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় স্কুল-কলেজে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে তীব্র দাবদাহের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাসও। পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে বলেও জানানো হয়। এখনো সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। এছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এখনো সেই সিদ্ধান্তও বহাল রয়েছে। তবে বৃহস্পতিবার তীব্র দাবদাহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাশাসন। এছাড়া সব ধরনের পরীক্ষা বন্ধ রাখাও নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আবারও সারা দেশে তাপপ্রবাহের কারণে ৭২ ঘণ্টা সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ শেষ হবে রোববার (২৮ এপ্রিল) সকালে।