img

কানাডায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু ২৯ আগস্ট

প্রকাশিত :  ১০:৩৫, ১২ জুন ২০১৯
সর্বশেষ আপডেট: ১০:৩৮, ১২ জুন ২০১৯

কানাডায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু ২৯ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরোন্টো শহরের আবু হুরায়রা সেন্টারে (The Abu Huraira Center) আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৩১ আগস্ট চলবে এ প্রতিযোগিতা।

হেফজ বিভাগে মোট ৪টি স্তরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এগুলো হলো-
*** ৫ পারা হেফজ কুরআন প্রতিযোগিতা।
*** ১০ পারা হেফজ কুরআন প্রতিযোগিতা।
*** ২০ পারা ৫ হেফজ কুরআন প্রতিযোগিতা।
*** পুরো ৩০ পারা হেফজ কুরআন প্রতিযোগিতা।

গতবছর (২০১৮) ডিসেম্বর মাসে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। সে প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে ৯০ হাজার ডলার পুরস্কার হিসেবে বিতরণ করা।

কানাডায় কুরআনের এ আন্তর্জাতিক প্রতিযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিযোগিতার ফলে ইসলাম ও কুরআনের দিকে আগ্রহী হবে মানুষ। সঠিক পথ লাভ করবে। কুরআনের সূরধারা মানুষকে ইসলামের আলোকিত জীবনে দিকে নিয়ে আসবে।

img

হজ ভিসা আবেদনের সময় বাড়ল

প্রকাশিত :  ১০:০৬, ৩০ এপ্রিল ২০২৪

হজের ভিসার আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে এ বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীরা আগামী ৭ মে পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।

তিনি জানান, হজের ভিসা আবেদনের সময়সীমা ছিল ২৯ এপ্রিল। সেখান থেকে বাড়িয়ে আগামী ৭ মে করা হয়েছে।

তিনি বলেন, “ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য সময় বাড়িয়েছে।” নির্ধারিত সময়ের মধ্যে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, “হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য আমারা আবেদন করেছিলাম। সময় বেড়েছে। কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।”

আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৮ মে এ বছরের হজে আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।