img

বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থগিত হল সংসদ অধিবেশন

প্রকাশিত :  ১৭:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট: ১৭:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৮

বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থগিত হল সংসদ অধিবেশন

জনমত ডেস্ক ।।  বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার শুধু প্রশ্নোত্তরপর্ব শেষ করে অধিবেশন স্থগিত করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

আগামীকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত এ অধিবেশন মুলতবি করা হয়।

জানা যায়, হঠাৎ করেই মঙ্গলবার বিকালে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট হয়। এ সময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

এরপর বিকাল ৫টায় সংসদ অধিবেশন শুরুর কথা থাকলেও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় ১০ মিনিট পর।

মাগরিবের নামাজের আগে সন্ধ্যায় প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।

এ বিষয়ে পরে সাংবাদিকদের ফজলে রাব্বী মিয়া বলেন, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটা ডিজাস্টার। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত রোববার বিকাল থেকে শুরু হয়। নিয়ম রক্ষার স্বল্পকালীন এই অধিবেশন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবরে আরেকটি অধিবেশন বসবে।

 

img

পঞ্চম বাংলাদেশি হিসেবে বাবর আলীর এভারেস্ট জয়

প্রকাশিত :  ০৪:৪৩, ১৯ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:০২, ১৯ মে ২০২৪

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী নামে আরেক বাঙালি। তিনি পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন । 

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর।

বন্দরনগরী চট্টগ্রামের সন্তান বাবর আলী পেশায় চিকিৎসক হলেও তার ধ্যানজ্ঞান পর্বতারোহণ। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের একমাত্র পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

বাবর আলী হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য রওনা হয়েছিলেন ১ এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।

দুই বছর আগে হিমালয়ের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার আমা দাবলাম চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন চট্টগ্রামের এই তরুণ। মাউন্ট এভারেস্ট জয় করতে চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর।

পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন। সপ্তাহ খানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো।

বাবর আলী আগে চার বাংলাদেশির পা পড়েছে মাউন্ট এভারেস্টের চূড়ায়। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালে বিশ্বের সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গ জয় করেন মুসা ইব্রাহীম। এক বছর পর ২০১১ সালে দ্বিতীয় এভারেস্ট বিজয়ী হিসেবে নাম লেখান এম এ মুহিত।

পরের বছর ২০১২ সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টে আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছর সপ্তাহের ব্যবধানে সেখানে পা রাখেন আরেক বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন।