img

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা

প্রকাশিত :  ১৯:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট: ১৯:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৮

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা

জনমত রিপোর্ট ।। আগামী জাতীয় সংসদ নির্বাচন নৌকার পক্ষে প্রচারণায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীঘ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কর্মীসভা স্থানীয় কলকলিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদম প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান মাষ্টার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলাল হোসেন রানা,স্থানীয় আওয়ামী লীগ নেতা ছালেক মিয়া, ফজর আলী, আব্দুল কদ্দুস, যুবরাজ মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক সুমন, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল আহাদ, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, আনোয়ার হোসেন সিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছায়েদ আহমদ ভুঁইয়া, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ, সাধারন সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমুখ।

img

বিশ্বনাথে মেয়র ও কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত :  ১৩:০০, ২৯ এপ্রিল ২০২৪

সিলেটের বিশ্বনাথ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাসনা বেগম ও মেয়র মুহিবুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা ও দোকানপাট ভাঙচুর করেছেন।


রোববার বেলা তিনটার দিকে পৌরসভার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে উভয় পক্ষের লোকজন একই এলাকায় প্রায় ১০০ গজের ভেতরে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ডাকেন। ওই সভা ঘিরে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সমাবেশ শুরুর আগে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাউন্সিলর রাসনা বেগম উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি ২৪ এপ্রিল মেয়র মুহিবুর রহমান, দুই কাউন্সিলরসহ আটজনের বিরুদ্ধে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে বিশ্বনাথ থানায় একটি মামলা করেন। এরপর মেয়র পাল্টা সংবাদ সম্মেলন করে মামলাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। এ নিয়ে কয়েক দিন ধরেই পৌর শহরে উত্তেজনা চলছে।

বেলা তিনটায় নতুন বাজার এলাকায় মেয়র পক্ষের লোকজন ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সভা ডাকেন। একই সময় প্রায় ১০০ গজ দূরে মেয়রকে গ্রেপ্তারের দাবিতে নারী কাউন্সিলরের পক্ষে আরেকটি সমাবেশ ডাকে পৌর আওয়ামী লীগ। সমাবেশ শুরুর আগে উভয় পক্ষের লোকজন জড়ো হলে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে উভয় পক্ষের কেউ কোনো সভা করেনি।

এ ব্যাপারে কথা বলতে মেয়র মুহিবুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। অন্যদিকে রাসনা বেগম ফোন ধরলেও এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী বলেন, মেয়র ও পৌর আওয়ামী লীগের লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় উভয় পক্ষের কেউই থানায় লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেননি।