প্রকাশিত :  ১৯:০৪, ৩০ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট: ১৯:০৯, ৩০ অক্টোবর ২০১৯

ব্রেক্সিট চুক্তিতে ব্রিটেনের ক্ষতি হবে ৯ হাজার কোটি ডলার

ব্রেক্সিট চুক্তিতে ব্রিটেনের ক্ষতি হবে ৯ হাজার কোটি ডলার

জনমত ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তির সমালোচনা করে দেশটির এক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে যে তাদের অর্থনীতির আকার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার তুলনায় সাড়ে ৩ শতাংশ কমে যেতে পারে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল রিসার্চ বুধবার এক গবেষণা প্রকাশ করে জানায়, এ চুক্তি যুক্তরাজ্যের জন্য সাত হাজার কোটি পাউন্ডের (৯ হাজার কোটি ডলার) ক্ষতি বয়ে আনবে।

যুক্তরাজ্য ইইউর সাথে ২০২১ সাল পর্যন্ত বহাল থাকা একটি মুক্ত বাণিজ্য চুক্তি করে সংস্থাটি ছেড়ে যাবে এবং নতুন চুক্তির জন্য সেখানকার দেশগুলোর সাথে আলোচনা চালাবে- এ অনুমানকে ভিত্তি ধরে গবেষকরা তাদের ধারণাটি দিয়েছেন।

ব্রিটেন সরকার বলছে, তাদের পরিকল্পনা হলো গবেষণা প্রতিষ্ঠানটির বিবেচনার তুলনায় ইইউর সাথে ‘আরও উচ্চাভিলাষী’ বাণিজ্য চুক্তি করা।

গবেষণাটিতে আরও বলা হচ্ছে, চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে ব্রিটেনের অর্থনীতির জন্য আরও বড় ক্ষতি হবে। জিডিপি কমে যাবে ৫ দশমিক ৬ শতাংশ।  ইউএনবি





Leave Your Comments


ব্রেক্সিট এর আরও খবর