img

বেক্সিট নিয়ে বরিস সরকারের গোপন নথি ফাঁস করলেন করবিন

প্রকাশিত :  ১৬:৫৮, ০৬ ডিসেম্বর ২০১৯

বেক্সিট নিয়ে বরিস সরকারের গোপন নথি ফাঁস করলেন করবিন

জনমত ডেস্ক: যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন সরকারের একটি গোপনীয় নথির ফাঁস করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন বেক্সিট পরিকল্পনা ও উত্তর আয়ারল্যান্ডে তাদের প্রভাবের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। খবর বিজনেস ইনসাইডার।

শুক্রবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া ওই নথিতে উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের অন্য অংশের মধ্যে বাণিজ্যের বিষয়ে জনসনের বেক্সিট পরিকল্পনার প্রভাবের গোপনীয় কোষাগার (ট্রেজারি) বিশ্লেষণ রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির শর্তে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বেক্সিটের পরে আইরিশ সমুদ্র পার হয়ে বাণিজ্যের বিষয়ে কোনো বাধা থাকবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে উত্তর আয়ারল্যান্ড ও গ্রেট ব্রিটেনের মধ্যে শুল্ক ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতার কথা রয়েছে।

১৫ পৃষ্ঠার নথিতে সতর্ক করা হয়েছে বেক্সিট চুক্তি উত্তর আয়ারল্যান্ড ও গ্রেট ব্রিটেনের মধ্যে নতুন বাধা সৃষ্টি করবে যা উত্তর আইরিশ অর্থনীতিতে অত্যন্ত বাধাগ্রস্ত হবে।

img

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৪১

প্রকাশিত :  ১৮:০৬, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৩

 অত্যাসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

তফশিল অনুযায়ী, আজই (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

রিটার্নিং অফিসে উপস্থিত হয়ে ২ হাজার ৭২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও শেষ দিনে (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।