img

আলোচনায় আসতে চেয়েছিলেন তনুশ্রী?

প্রকাশিত :  ১৪:১২, ২৮ সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট: ১৫:০৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮

আলোচনায় আসতে চেয়েছিলেন তনুশ্রী?

বিনোদন ডেস্ক ।। গত কয়েক বছর ধরেই বলিউডে তেমন একটা নেই তনুশ্রী দত্ত। অনেকটাই আড়ালে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই এত বছর পর মিডিয়ার সামনে এসে নানা পাটেকারের মতো একজন বড় মাপের অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন তিনি। একটি ছবি করার সময় নানা পাটেকার তনুশ্রীর শরীর বাজেভাবে স্পর্শ করছিলো- এমন অভিযোগ ছিলো তনুশ্রীর। কিন্তু এমন অভিযোগ নানা পাটেকার হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তনুশ্রী কেন এত বছর পর এসব বলছেন আমি জানি না। হতে পারে আলোচনায় আসার জন্য। তবে আমি আইনি সাহায্য নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে তনুশ্রী যে গানটির শুটিংয়ে নানা বাজেভাবে তাকে স্পর্শ করেছেন বলেছেন, সেই গানের কোরিওগ্রাফার গনেশ আচার্য্য মুখ খুলেছেন। তিনি তনুশ্রীকে মিথ্যাবাদি বলে অভিহিত করেছেন। এমনকি বলিউডের একটি বড় অংশ নানা পাটেকারকে সাপোর্ট করছেন। কারণ এ অভিনেতার দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিযোগ আর কখনও ওঠেনি। বেশ কজন অভিনেতা-অভিনেত্রী তনুশ্রীর এমন অভিযোগকে হাস্যকরও বলেছেন। এখন প্রশ্ন উঠেছে তনুশ্রী কি তাহলে আলোচনায় আসতেই এতবছর পর এমন অভিযোগ করছেন একজন বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে। নাকি অন্য কিছু। এদিকে নানাও আইনি ব্যবস্থার উদ্যোগ নিচ্ছেন। সব মিলিয়ে এমন অভিযোগ করে বেশ বিপাকেই পড়েছেন তনুশ্রী।

img

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শুরু

প্রকাশিত :  ০৫:১৯, ১৯ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:২৩, ১৯ এপ্রিল ২০২৪

ভোট দিচ্ছেন শিল্পীরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার বিএফডিসি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। মাঝখানে এক ঘণ্টার বিরতি থাকবে।

নির্ধারিত সময়ের কিছুটা পরে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দিয়েছেন অভিনেতা ডা. এজাজ। এছাড়াও ভোট উপলক্ষে নায়ক-নায়িকাদের আগমনে মুখরিত হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশ পুলিশ সদস্যসহ সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন। এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি ৩১টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।


এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে রয়েছেন এ জে রানা এবং বিএইচ নিশান। চলতি বছর মোট ভোটার সংখ্যা ৫৭১ জন।