প্রকাশিত :  ০৫:২২, ০২ জানুয়ারী ২০২০
সর্বশেষ আপডেট: ০৫:৩৯, ০২ জানুয়ারী ২০২০

ব্রিটিশদের সত্যিকারের সক্ষমতা প্রতিষ্ঠিত করবে ব্রেক্সিট: জনসন

ব্রিটিশদের সত্যিকারের সক্ষমতা প্রতিষ্ঠিত করবে ব্রেক্সিট: জনসন

জনমত ডেস্ক:  ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি কয়েক সপ্তাহের মধ্যেই ব্রেক্সিট সম্পন্ন নকরে নিজের কাজ শেষ করবেন। তার আশাবাদ ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর তার দেশ ঐক্যবদ্ধভাবেই অগ্রসর হবে। বিবিসি।

নিজের নববর্ষের বার্তায় বরিস জনসন বলেছেন, তিনি সকলের সঙ্গেই ন্যঅয় করবেন। যারা ভোট দিয়েছেন শুধু তাদের নয়। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহাসিক একটি মূহুর্তের প্রধান সঞ্চালক হওয়া নিতান্তই ভাগ্যের বিষয়। ক্যারিবিয়ান অঞ্চলে ছুটি কাটানো বরিস জানান, দেশে ফিরে তার প্রথম এজেন্ডাই হবে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে বের করে আনা।

বরিস বলেন, ‘আমরা দেশের জন্য এক ঐতিহাসিক মুহুর্তের সামনে দাঁড়িয়ে আছি। আমরা সবাই একতাবদ্ধ হবো এবং সামনে এগিয়ে নিয়ে যাবো। এভাবেই ব্রিটিশ জনগনের সত্যিকারের সক্ষমতা প্রতিষ্ঠিত হবে।’




Leave Your Comments


ব্রেক্সিট এর আরও খবর