প্রকাশিত : ০৬:০৮, ১৪ ফেব্রুয়ারী ২০২০
আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ করেছে গ্যালাপ ইন্টারন্যাশনাল। এতে সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা হিসেবে স্থান পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এছাড়া সারা বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতা তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গ্যালাপ ইন্টারন্যাশনালের জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে এই খবর প্রকাশ করেছে ‘টিআরটি ওয়ার্ল্ড’।
জরিপে দেখা গেছে, বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে এরদোগানের জনপ্রিয়তা ৩০ শতাংশ। ২৫ শতাংশ জনপ্রিয়তা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আর তৃতীয় স্থানে থাকা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির জনপ্রিয়তা ২১ শতাংশ।
১৯৭৭ সালে ডা. জর্জ গ্যালাপ প্রথম জনপ্রিয়তার এই সূচক নির্ণয় শুরু করেন। এরপর থেকে প্রতি বছর গ্যালাপ ইন্টারন্যাশনাল এই জরিপের ফলাফল প্রকাশ করে আসছে।
চলতি বছর বিশ্বের ৫০টি দেশে এই জরিপ করা হয়েছে। জরিপে নিজেদের মত দিয়েছেন সারা বিশ্বের পঞ্চাশ হাজার ২৬১ জন ব্যক্তি।