ভৈরবে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না: আইইডিসিআর

প্রকাশিত :  ১৩:৪২, ২৪ মার্চ ২০২০

ভৈরবে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না: আইইডিসিআর

জনমত ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে রবিবার রাতে মারা যাওয়া ইতালিফেরত আবদুল খালেক (৬০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মৃতের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, আইইডিসিআর থেকে মৃত ব্যক্তি ছাড়াও তার স্ত্রী, পুত্রবধূ ও ভাইয়ের স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। এ তিনজনেরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার না-বাচক প্রতিবেদন পাওয়া গেছে।

ডা. মুজিবুর জানান, ইতালিফেরত ব্যক্তিকে চিকিৎসা দেয়া চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মৃত্যু হৃদরোগজনিত কারণে হতে পারে।

এদিকে, করোনা সন্দেহে মৃত রোগীর সংস্পর্শে আসার কারণে ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতাল ও কমলপুর এলাকার সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালকে সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ দেয়া হয়েছিল। এখন আইইডিসিআরের প্রতিবেদনের পর তাদের পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে বলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানিয়েছেন।

ইতালিফেরত আবদুল খালেক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কমলপুর এলাকার ডক্টরস চেম্বার নামে পরিচিত বেসরকারি সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তাকে আবেদীন হাসপাতালে নেয়া হলে সরকারি আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

সোমবার সকালে ঢাকা থেকে আইইডিসিআরের লোকজন ভৈরবে এসে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া আবদুল খালেকের রক্তের নমুনা সংগ্রহ করে। সেই সাথে তার পরিবারের তিন সদস্যের নমুনাও তখন সংগ্রহ করা হয়।

আবদুল খালেকের বাড়ি ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায়। তিনি গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেছিলেন।

করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।