img

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা

প্রকাশিত :  ০৯:০৪, ১২ অক্টোবর ২০১৮

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

জনমত রিাপোর্ট ।। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে মীম নামে ৮বছর বয়সী  এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে জালালপুর গ্রামের জোতপাড়ার মশিয়ার রহমানের পরিত্যক্ত বাড়ি থেকে মীমের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মীম তৃতীয় শ্রেণির ছাত্রী ও জালালপুর গ্রামের কৃষক ইয়াকুব হোসেন খোকার মেয়ে। 

গ্রামবাসীরা জানায়, বৃহস্পতিবার বিকাল থেকেই মীম নিখোঁজ ছিল। এশার নামাজের পর মীম নিখোঁজ হাওয়ার খবর মাইকে প্রচার করা হয়। সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজেও পাওয়া যায়নি।

পরে স্থানীয়দের দেয়া খবরে রাত সাড়ে ৯টার দিকে গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মীমের গলাকাটা লাশ দেখতে পায় স্বজনরা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার সাহা জানান, ‘পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে হত্যাকারীকে আটক করতে অভিযান শুরু হয়েছে।

img

মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন ৪৪ বছরের ইউপি সদস্য নুরুন্নাহার

প্রকাশিত :  ১১:৫৩, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:২০, ১৩ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে এসএসসি পাস করেছে মা ও মেয়ে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। মা ও মেয়ে একসঙ্গে এসএসসি পাসের ঘটনায় নুরুন্নাহারের পরিবারে বইছে আনন্দের বন্যা। স্বজনরা অভিনন্দন জানাতে ছুটে আসছেন তার বাড়িতে।

রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলে কারিগর শিক্ষা বোর্ডের অধীনে মা নুরুন্নাহার জিপিএ ৪.৫৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবং চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ‍্যালয় থেকে মেয়ে নাসরিন আক্তার ২.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

নুরুন্নাহার জানান, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশুনা চালিয়ে যেতে পারিনি। দুইবার সংরক্ষিত আসনের ইউপি সদস্য নির্বাচিত হই। সবার অনুমতি নিয়ে আবার পড়াশুনা করি। কেননা, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আজ আমার আশা পূরণ হয়েছে। তবে পড়ালেখা করে এই বয়সে চাকরি করার ইচ্ছা নেই নুরুন্নাহারের। তবে এইচএসসিতে ভর্তি হবেন এবং পড়াশুনা চালিয়ে যাবেন বলে আশা ব‍্যক্ত করেন।

নুরুন্নাহার বেগম চাতলপাড় ইউনিয়নের সংরক্ষিত নারী আসন ১-২-৩ ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য। তিনি ২ সন্তানের জননী। ছেলে তেজগাঁও কলেজে পড়াশুনা করছে এবং মেয়ে নাসরিন এবার মায়ের সঙ্গে এসএসসি পাস করেছেন।

চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার বিশ্বাস বলেন, ইউপি সদস্য নুরুন্নাহারকে সবার অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নেই। নুরুন্নাহার তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।