img

মুন্সীগঞ্জে এক নারীসহ আরো ৪ জন করোনা আক্রান্ত

প্রকাশিত :  ০৮:০৬, ১৪ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জে এক নারীসহ আরো ৪ জন করোনা আক্রান্ত

জনমত ডেস্ক: মুন্সীগঞ্জে এক নারীসহ আরও চারজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১, গজারিয়া উপজেলায় ২ এবং সিরাজদিখান উপজেলায় ১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

তারা হলেন- সিরাজদিখানের আবরিপাড়ার যুবক (২৭), গজারিয়ার বাউশিয়ার এক গৃহবধূ (৫৫), গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট (৫৪) ও মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের তরকারি বিক্রেতা (৬০)।

করোনা আক্রান্তদের মধ্যে মানিকপুরের বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে ঢাকা করোনায় হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি নারায়ণগঞ্জে লিঙ্কে সংক্রমিত হন। গজারিয়ার দুজনকেও ঢাকায় পাঠানো হচ্ছে।

সিভিল সার্জন জানান, রবিবার সংগ্রহ করা ২৩ জনের রিপোর্ট থেকে এই চারজনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এ পর্যন্ত ১২৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় ১৮ জন শনাক্ত হলো। এর মধ্যে তিনজন নারী। শনাক্ত ১৭ জনই এখনও সুস্থ আছেন। তাদের ১৫ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বা হচ্ছে। টঙ্গীবাড়ির দুজন এখনও বাড়িতে আইসোলেশনে সুস্থ আছেন।

করোনা আক্রান্তদের বাড়িঘর ও সংস্পর্শে আসা সকলের বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউনের কাজ চলছে বলেও জানান সিভিল সার্জন।

img

করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।