সলিমুল্লাহ মেডিকেলের ১৪ চিকিৎসক-নার্স করোনা আক্রান্ত

প্রকাশিত :  ২১:২৩, ১৬ এপ্রিল ২০২০

 সলিমুল্লাহ মেডিকেলের  ১৪  চিকিৎসক-নার্স করোনা আক্রান্ত

জনমত ডেস্ক : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে স্বাধীনতা নার্সেস পরিষদের যুগ্ম মহাসচিব মো. মাজহারুল ইসলাম জানান, ওই হাসপাতালে পাঁচজন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। 

এছাড়া নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সেখানে চারজন চিকিৎসকও আক্রান্ত হয়েছেন।

আরেকটি সূত্র জানিয়েছে, চিকিৎসক-নার্স ছাড়াও ওই হাসপাতালের তিনজন কর্মচারী এবং দুজন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।

সেখানে মোট ১৪ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

যারা পজিটিভ তাদের পরিবারও এখন ঝুঁকিতে এবং তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানা গেছে। 

দেশে এখন পর্যন্ত ১ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকসহ ৬০ জন মারা গেছেন।

করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।