img

শত বছরের রেকর্ড ভাঙলেন হোল্ডার

প্রকাশিত :  ১৯:১৬, ১৪ অক্টোবর ২০১৮

শত বছরের রেকর্ড ভাঙলেন হোল্ডার
স্পোর্টস ডেস্ক ।।   বিশ্ব ক্রিকেট শাসন করা ওয়েস্ট \r\nইন্ডিজ এখন আর আগের মতো নেই। তাঁদের পেস অ্যাটাক খেলতে হিমশিম খেতে হত অনেক\r\n নামি ব্যাটসম্যানকেও। বিশ্বসেরা ক্যারিবীয় পেস আক্রমন সময়ের সঙ্গে নিঃশেষ \r\nহয়ে গেছে। ক্রিকেট অঙ্গনে এখন তাঁদের বিশ্বকাপে খেলারও যোগ্যতা অর্জন করে \r\nনিতে হয়! এখন কালে ভদ্রে ভালো মানের পেস তারকা দেখা যায় দলে।\r\n

তবে হতাশার এই দিনেও জেসন হোল্ডার গড়েছেন \r\nঅনন্য এক রেকর্ড। গত ১০০ বছরের মধ্যে পেসারদের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে কম \r\nগড়ের রেকর্ড গেড়েছেন তিনি।

\r\n

এ বছর তাঁর খেলা ৬ টেস্টে ১১.৮৭ গড়ে \r\nনিয়েছেন ৩৩ উইকেট। যা গত ১০০ বছরের মধ্যে কোন পেসারের সর্বনিম্ন গড়। এই ৬ \r\nটেস্টে হোল্ডার ৪ বার নিয়েছেন ৫ উইকেট।

\r\n

এক বছরে কমপক্ষে ৩০ উইকেট নেয়া পেসারদের \r\nগড়ের তালিকায় এই রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের শোয়েব \r\nআখতার ১২.৩৬ গড়ে ৩০ উইকেট শিকার করেছিলেন।

img

১০ দিনে প্রবাসী আয় এলো ৮১ কোটি ৩৭ লাখ ডলার

প্রকাশিত :  ১৪:৪৩, ১৩ মে ২০২৪

চলতি মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ১০ দিনের প্রতি দিনে গড়ে এসেছে ৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ডলার। যা আগের মাসের তুলনায় বেশি।

সোমবার (১২ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী, আগের মাস ঈদের মাস এপ্রিলে প্রতি দিনে এসেছিল ৬ কোটি  ৮১ লাখ ২ লাখ ডলার। আর আগের বছরের মে মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ ডলার।

এ হিসাবে চলতি মাসের ১০ দিনে প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ডলার; বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ লাখ ৬০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ৪০ হাজার ডলার।