img

হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে’র সংবাদ সম্মেলন

প্রকাশিত :  ০৯:২৭, ১৬ অক্টোবর ২০১৮

হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে’র সংবাদ সম্মেলন

 জনমত রিাপোর্ট ।। ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটার রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়ে গত ১৫ অক্টোবর ২০১৮ সোমবার হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে আয়োজন করেছিল এক সংবাদ সম্মেলনের।

বেলা ২টায় পুর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে,র সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রহমত আলী দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি সম্বলিত লিখিত বক্তব্য পেশ করেন।
লিখিত বক্তব্যে মি: আলী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন, বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে একশন কমিটি গঠন করে সার্বিক সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকা পালন কারি ইউকে প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে কেন মুল্যায়ন করা হচ্ছে না।
তিনি অন্যান্য দেশে অবস্থান রত প্রবাসী বাংলাদেশীদের মত যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া হাইকমিশনের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের আইন উপদেষ্টা ব্যারিস্টার নাবিলা রফিক ও প্রথম যুগ্ম সম্পাদক আবুল হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হান্নান প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর