img

যৌন হেনস্তার অভিযোগে পদ গেল শাবি শিক্ষকের

প্রকাশিত :  ১০:৫৮, ১৭ অক্টোবর ২০১৮

যৌন হেনস্তার অভিযোগে পদ গেল শাবি শিক্ষকের

জনমত ডেস্ক ।।  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষককে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে     সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগের এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২১০ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অভিযুক্ত শিক্ষক প্লাবন চন্দ্র সাহা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৬ সাল থেকে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন।

সিন্ডিকেট সভায় প্লাবন চন্দ্র সাহাকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মস্তাবুর রহমান বলেন, অভিযুক্ত ওই শিক্ষককে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ‘যৌন নিপীড়ন নিরোধ কেন্দ্রের সদস্যদের ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া কারণ দর্শানোর নোটিশ প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক প্লাবন চন্দ্র সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি, পরে কথা বলবো।

প্রক্টর জহীর উদ্দিন আহমদ বলেন, এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নিবে প্রশাসন।


img

বিশ্বনাথের মেয়রের বিরুদ্ধে নারী কাউন্সিলরের শ্লীলতাহানির মামলা

প্রকাশিত :  ১৫:১৪, ২৫ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৫:১৬, ২৫ এপ্রিল ২০২৪

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, দুই কাউন্সিলরসহ আটজনের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। বুধবার বিশ্বনাথ থানায় মামলাটি করেন পৌরসভার এক নারী কাউন্সিলর।

মামলার এজাহারে বলা হয়েছে, সম্প্রতি পৌরসভার সাত কাউন্সিলর মেয়র মুহিবুর রহমানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগে অনাস্থা প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে মেয়র কাউন্সিলরদের ওপর ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরসভার দক্ষিণ মিরেরচর এলাকায় মেয়রের নেতৃত্বে কয়েকজন নারী কাউন্সিলরদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন। প্রতিবাদ করলে মেয়র ও তার সহযোগীরা বাদীকে মারধর ও শ্লীলতাহানি করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

মারধর ও শ্লীলতাহানির ঘটনায় ওই কাউন্সিলর গতকাল বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার ভোরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় মেয়র ছাড়া পৌরসভার কাউন্সিলর ফজর আলী ও বারাম উদ্দিনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে জানতে মেয়র মুহিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী জানান, নারী কাউন্সিলরের অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।