মোট প্রাণহানি ৯৩০

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরো ৪২, শনাক্ত ২৭৩৫

প্রকাশিত :  ০৮:৩৮, ০৮ জুন ২০২০
সর্বশেষ আপডেট: ০৯:৪৩, ০৮ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরো ৪২, শনাক্ত ২৭৩৫

জনমত ডেস্ক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন।   

সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।  

এদিকে প্রতিবেশী ভারতে ক্রমেই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৯০ জন। এছাড়া সেখানে মারা গেছেন ৭ হাজার ২০৭ জন।

অন্যদিকে বিশ্বব্যাপী ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭১ লাখের বেশি মানুষের শরীরে। এছাড়া এর কারণে মৃত্যু ছাড়িয়ে গেছে ৪ লাখ। তবে আশার কথা হলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে যেই চীন থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হয় সেই দেশটির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেখানে সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচ সংখ্যা পাড় হয়নি। এছাড়া সংক্রমণের সংখ্যা বিবেচনায় এক নম্বরে থেকে ধীরে ধীরে নীচের দিকে নামছে দেশটি। বর্তমানে অবস্থান করছে ১৮ নম্বরে।


করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।