img

লন্ডনের সবচেয়ে উঁচু টাওয়ারে উঠে গ্রেফতার ফরাসি স্পাইডারম্যান

প্রকাশিত :  ০৭:২২, ২৬ অক্টোবর ২০১৮

লন্ডনের সবচেয়ে উঁচু টাওয়ারে উঠে গ্রেফতার ফরাসি স্পাইডারম্যান
জনমত ডেস্ক ।। লন্ডনের সর্বোচ্চ ভবনে উঠে এবার গ্রেফতার হলেন ফরাসি স্পাইডারম্যান। কোনো নিরাপত্তা যন্ত্র কিংবা রশি ছাড়াই ২০২ মিটার উঁচু সেইলসফোরস টাওয়ারে উড্ডয়ন করেন মাকড়শামানব নামে পরিচিত অ্যালেইন রবার্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশ এসে ভবনটি ঘিরে রাখে। ভিড় করা লোকজনকে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয়।

দুপুর ২টা ১৪ মিনিটে রবার্ট ভবনটির শীর্ষে পৌঁছেন। এর পর হাত উঁচু করে উল্লাস প্রকাশ করেন। কিন্তু গণউপদ্রব তৈরি করার দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশের কমান্ডার কারেন বক্সটার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এতে পুলিশ, জরুরি বিভাগ ও স্থানীয় কমিউনিটির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এতে আমাদের কর্মকর্তা, লন্ডনের দমকল ও অ্যাম্বুলেন্স সার্ভিসকর্মীদের উপস্থিত হতে হয়েছে।

তিনি বলেন, সড়ক বন্ধ রাখার অর্থ হচ্ছে- স্থানীয়দের জন্য ব্যাপক সমস্যার জন্ম দেয়া। এতে স্থানীয় ব্যবসার ওপর প্রভাব পড়েছে। ভবনটির ভেতর যেসব লোক ছিলেন, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

গণমাধ্যমকে রবার্ট বলেন, আমার জীবন যখন ঝুঁকিতে, তখনও আমার মনে হয়েছে- আমি জীবিত আছি। কিছুটা আতঙ্ক ও আবেগও কাজ করছে। কিন্তু উঁচু ভবনে উঠতে এর বাইরে কোনো উপায় নেই।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে চান না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ১৯:০৯, ১২ মে ২০২৪

গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় ইসরায়েল পূর্ণ মাত্রায় অভিযান পরিচালনা করলে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্রের চালান স্থগিতের যে হুঁশিয়ারি দিয়েছে তার সঙ্গে একমত নয় যুক্তরাজ্য সরকার।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন মনে করেন, ইসরাইলের ওপর যুক্তরাজ্যের অস্ত্র নিষেধাজ্ঞা হামাসকে আরও শক্তিশালী করবে। খবর বিবিসির

ক্যামেরন জানান, গাজার রাফাহ শহরে বড় ধরনের স্থল অভিযানকে সমর্থন করেন না তিনি। তবে দেশটির কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পথে হাঁটার পক্ষে না তিনি। 

এদিকে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জনাথন অ্যাশওয়ার্থ বলেছেন, তিনি চান না যুক্তরাজ্যের তৈরি অস্ত্র রাফায় ব্যবহার হোক।

ইসরাইল প্রতিবছর যে অস্ত্র কেনে তার মাত্র ১ শতাংশ যুক্তরাজ্য থেকে যায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন।

যু্ক্তরাষ্ট্র এবং পশ্চিমা আরও কয়েকটি দেশ ইসরাইলকে সতর্ক করে বলেছে, যদি তারা রাফায় সর্বাত্মক অভিযান শুরু করে তবে সেখানে গণহারে বেসামরিক ফিলিস্তিনিরা নিহত হবে এবং বড় ধরণের মানবিক বিপর্যয় নেমে আসবে।

এদিকে সব সতর্কবার্তা এবং হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি তাদের পরিকল্পনা অনুযায়ী রাফায় স্থল অভিযান পরিচালনা করবেন।

ইসরাইলের দাবি, রাফায় হাজারের বেশি হামাস যোদ্ধা অবস্থান করেছে। তাই সেখানে পূর্ণমাত্রায় অভিযান ছাড়া গাজায় হামাসকে নির্মূল করার তাদের লক্ষ্য পূরণ হবে না।

সোমবার থেকে রাফায় আকাশ হামলা শুরু করেছে ইসরাইল। মিশর সীমান্তবর্তী এই নগরীতে স্থল অভিযানের প্রস্তুতিও নিচ্ছে তারা। এজন্য রাফার বাসিন্দা এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১৪ লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।

গাজায় ইসরাইলের আকাশ হামলায় তিন ব্রিটিশ ত্রাণকর্মী নিহত হওয়ার পর ক্যামেরন নিজেই ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

সে কথা উল্লেখ করে ক্যামেরন আরও বলেন, শেষবার আমি যখন ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করতে বলেছিলাম তার মাত্র কয়েকদিন পর ইরান নিষ্ঠুরভাবে ইসরাইলে হামলা করে বসে। তাই আমি আজ খুব সাধারণ ভাবে ঘোষণা দিতে চাই যে, আমরা আমাদের অস্ত্র রপ্তানির কৌশল পরিবর্তন করলে সেটা হামাসকে আরও শক্তিশালী করবে এবং এটা জিম্মিদের মুক্ত করে আনার চুক্তিকে আরও কঠিন করে তুলবে।