কবিগুরুর লাবণ্য চরিত্রে আসছেন পরীমণি

প্রকাশিত :  ০৮:৫৯, ২৬ অক্টোবর ২০১৮

কবিগুরুর লাবণ্য চরিত্রে আসছেন পরীমণি
বিনোদন ডেস্ক ।। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে নির্মিত একটি ওয়েব সিরিজে লাবণ্য চরিত্রে আসছেন ঢালিগঞ্জের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। 

বুধবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিনের অনুষ্ঠানে এ ঘোষণা দেন পরীমনি।

লাবণ্য চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এ পর্যন্ত উপন্যাসটি চারবার পড়েছি। ছোটবেলায় একবার পড়েছিলাম। তখন ভালোভাবে বুঝিনি। পরে যতবারই পড়েছি, ততবারই আরেকবার পড়ার লোভ হয়েছে। এরপর থেকে স্বপ্ন দেখতাম লাবণ্য চরিত্রে অভিনয় করার। আশা করি সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো।’

পরীমনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্মের জন্য আমি এতোদিন অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

ওয়েব সিরিজটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘স্বপ্নজাল সিনেমার শুভ্রা চরিত্রের মধ্যে কখনো কখনো লাবণ্যকে পেয়েছি। তাই ভেবেছি, চরিত্রটিতে পরীমনিকেই মানাবে। এজন্যই তাকে নেয়া।’

জানা গেছে, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে শেষের কবিতা’র শুটিং শুরু হবে। আগামী বছর ভালোবাসা দিবসে প্রথম পর্ব প্রকাশ করা হবে।

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী!

প্রকাশিত :  ০৪:৩৮, ২৮ মার্চ ২০২৪

চুপিসারে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ঢাকঢোল তো দূরের কথা, ‘ডানকি’ নায়িকা তাপসী পান্নুর বিয়ের খবর যেন জানল না কাকপক্ষীও। দুই দিন আগেই নাকি এক দশকের পুরোনো প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, ‘রং দে বসন্তী’ অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে সাত পাক ঘুরেছেন অদিতি রাও হায়দরি। 

তেলেঙ্গনার রঙ্গনয়কস্বামী মন্দিরেই বিয়ে সেরেছেন যুগল। তবে তাদের যে পুরোহিত বিয়ে দিয়েছেন তাকে নিয়ে আসা হয় তামিলনাড়ু থেকে। যদিও অদিতি বা সিদ্ধার্থ, কেউই বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি। 

সিদ্ধার্থ ও অদিতি, দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে। তিন বছরের মধ্যেই ভাঙে বিয়ে। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পটাও খানিক এক রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর সংসার ভাঙে নায়িকার। ২০১৩ সালে আলাদা হন দু’জনে। তার প্রায় ১১ বছর পর ফের বিয়ের পিঁড়িতে অদিতি।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। সিনেমার সেট থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। সোশ্যাল সাইটে ছবি ও ভিডিও পোস্ট করলেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দু’জনের কেউই।  

অদিতির জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সিদ্ধার্থ। সেই পোস্টে অদিতিকে ‘প্রিন্সেস অফ হার্ট’ বলেও সম্বোধন করেন তিনি। মায়ানগরীতে ডেটেও যেতে দেখা গিয়েছে চর্চিত যুগলকে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় বহু বার ধরা পড়েন অদিতি ও সিদ্ধার্থ। জনসমক্ষে প্রেমের ইস্তেহার না দিলেও ক্যামেরা দেখে লুকিয়ে পড়েননি কখনওই। তবে বিয়েটা হঠাৎ এমন চুপিসারে সারলেন কেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।