লন্ডনে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভার্চুয়াল মিটিং

প্রকাশিত :  ১৭:৪৬, ০৬ জুলাই ২০২০

লন্ডনে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভার্চুয়াল মিটিং

জনমত ডেস্ক: একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং করোনা কালীন সময়ে সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা নিয়ে এক ভার্চুয়াল মিটিং গতকাল ৫জুলাই লন্ডন সময় সন্ধ্যে সাত ঘটিকায় অনুষ্ঠিত হয়।

ইউকে সাপ্টারের প্রেসিডেন্ট সাবেক কাউন্সিরার নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নিলুফা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আঞ্জুমানয়ারা আঞ্জু, শুসান্ত দেব প্রমুখ।

সভায় সদ্যপ্রায়াত সংগঠনের উপদেষ্টা খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী, যুক্তরাজ্য শাখার সহকারী সস্পাদক স্মৃতি আজাদারে মাতা এবং কমিউনিটি নেতা প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া লন্ডন থেকে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের দেশ বিরোধী অপতৎপরতা এবং অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।

কমিউনিটি এর আরও খবর

গ্রেটার সিলেট কাউন্সিলের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল

প্রকাশিত :  ০৪:৪৯, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:৩২, ২৮ মার্চ ২০২৪

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়।

পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। সাধারন সম্পাদক খছরু খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টেলেভিশনের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন এন্টার প্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মির্জা আছহাব বেগ,সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, জিএসসি ইস্ট মিডল্যান্ড রিজিওনের সেক্রেটারী ফিরোজ খান, কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন আরজু মিয়া এমবিই প্রমুখ। 

সভায় বক্তারা স্বাধীনতা আন্দোলনে নিহত বীর সেনাদের স্মরণ করেন, এবং লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, “দেশের স্বাধীনতার জন্য একাত্তরে আমাদের প্রবাসীরা আর্থিক সাহায্য দিয়ে, বিশ্ব জনমত গঠনে প্রবাসে মিছিল মিটিং করে বিজয় নিশ্চিত করতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।” সভায় বক্তারা গাজায় ইসরায়েলি হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে যুদ্ধ বিরতির আহবান জানান। 

ইফতার মাহফিলে স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার শান্তি এবং বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক।


কমিউনিটি এর আরও খবর