img

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বার্ষিক সাধারণসভা

প্রকাশিত :  ০৭:৩৪, ৩০ অক্টোবর ২০১৮

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বার্ষিক সাধারণসভা

জনমত রিপোর্ট ।। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ২৮ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় সংগঠনটি গত বছর বাংলাদেশে এবং যুক্তরাজ্যে প্রায় ৬০ হাজার পাউন্ডের কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংগঠনের বিশেষ প্রকাশনা রাজদর্পণের প্রকাশনা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদান, দরিদ্র অসহায় মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং গুনীজন সংবর্ধনাসহ নানান কার্যক্রম করা হয়।



সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকীনুর রশীদ এর পরিচালনায় সভার শুরুতে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়। পরবর্তীতে ট্রেজারার আব্দুল মুকিত ফারুক তার আর্থিক রিপোর্ট পেশ করে।
এসময় পরামর্শমূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ার বীর মুক্তিযুদ্ধা এম এ মান্নান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান তরফদার মসুদ, সহ সভাপতি মইনুল ইসলাম, সংগঠনের ট্রাস্টি আব্দুল মালিক, তারাউল ইসলাম, আব্দুস সালাম, আবুল কালাম, রুহুল ইসলাম রুলু, ইকবাল হোসেন, করিম মিয়া (শামীম), মুকিম মিয়া, খায়রুল ইসরঅম, ফয়জুল হক, মারুফ হোসেন, আবু সিদ্দিক, আব্দুল বারী, শেখ মো: দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় সংগঠনের উন্নয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

বর্ণাঢ্য উৎসবে নিউ ইয়র্কে বৈশাখ বরণ

প্রকাশিত :  ১২:৪৭, ১৮ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বহুজাতিক সমাজে স্বদেশী সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার সংকল্পে বর্ণাঢ্য উৎসবে বৈশাখ বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে শনিবার বিকেলে টাইমস স্কোয়ারে এ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড’।

মুক্তিযোদ্ধা, অভিনেতা ও সংগঠক হাসান ইমাম এতে উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বলেন, “মনে হচ্ছে, আমি যেন বাংলাদেশেই দিবসটি উদযাপন করছি। এভাবে বাঙালির সংস্কৃতিকে বিশ্বময় উদ্ভাসিত করতে, জাগ্রত রাখতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সরব থাকতে হবে।”

মুক্তিযোদ্ধা ও অভিনেত্রী লায়লা হাসান বলেন, “বাংলা সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে প্রবাস প্রজন্মকে জড়িয়ে রাখার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমাদের দেখিয়ে যাওয়া সাংস্কৃতিক কর্মকাণ্ড সামনের দিনগুলোতে নতুন প্রজন্ম ধারণ ও লালনে উৎসাহিত হবে বলে আশা করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত, সেখানে আমরা সব মত আর পথের মানুষ একত্রিত হয়ে পয়লা বৈশাখকে বরণ করি, উদ্‌যাপন করি।”

আয়োজক সংগঠনের প্রধান বিশ্বজিৎ সাহার উপস্থিতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন তোফাজ্জল লিটন। সিটি মেয়রের পক্ষে বক্তব্য দেন তার মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার।

বৈশাখ বরণের অনুষ্ঠান সঞ্চালনা করেন শামিম আল আমিন ও ফাতেমা সাহাব রুমা। ‘সহস্রকণ্ঠে বৈশাখ বরণের’ এ আয়োজনের দ্বিতীয় দিন রোববার জ্যাকসন হাইটসে বৈশাখী মেলার পাশাপাশি চলে নাচ, গান ও পুথিপাঠ।

কমিউনিটি এর আরও খবর