img

কোহলিকে গ্রেপ্তারের দাবিতে হাইকোর্টে মামলা!

প্রকাশিত :  ১৫:৫৩, ৩১ জুলাই ২০২০

কোহলিকে গ্রেপ্তারের দাবিতে হাইকোর্টে মামলা!

স্পোর্টস ডেস্ক: ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী তামান্নার গ্রেপ্তার চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করা হয়েছে। চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, কোহলিরা অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন।

ওই আইনজীবী অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তার বক্তব্য হলো, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহলি এবং তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দুজনকে গ্রেপ্তার করা উচিত।

আবেদনে এক তরুণের উল্লেখ করা হয়েছে, যিনি অনলাইন জুয়ার জন্য টাকা ধার করে আর ফেরত দিতে পারেননি। যে কারণে ওই তরুণ আত্মহত্যা করেন। আগামী মঙ্গলবার এই মামলার ওপর শুনানি হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

img

সন্ধ্যায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত :  ০৪:২৪, ০৩ মে ২০২৪

টি-টোয়েন্টি সিরিজে আজ সন্ধ্যায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সিরিজের প্রথম ম্যাচটি ফ্লাডলাইটের আলোতেই হবে।

দুই দলের মধ্যে শক্তির খুব একটা পার্থক্য দেখছেন না নাজমুল হোসেন শান্ত। তবে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শান্ত বলছিলেন, \'টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।\'

বাংলাদেশ দলের থেকে জিম্বাবুয়ে কিছুটা পিছিয়ে থাকলেও শান্ত বলছেন সিরিজটা সহজ হবে না, \'ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।\'

অধিনায়ক হিসেবে শান্তর লক্ষ্য সিরিজ জয়, \'প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। প্রস্তুতির কথা অবশ্যই মাথায় থাকবে, প্রস্তুতি নিতে গিয়ে খেলাটাকে হালকাভাবে নিব অনেক এক্সপেরিমেন্ট করব তাও না। যে ১৫ জন খেলোয়াড় আছে সবাই এই দলকে হারানোর সামর্থ্য রাখে।\'

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, \'সঠিক মাইন্ডসেট নিয়ে, খুব ভালো প্রস্তুতি নিয়ে আমরা এই সিরিজ খেলতে এসেছি। আমরা জয়ের জন্যই বাংলাদেশে এসেছি। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি বলি ৩-০, ৪-০, ৫-০ ব্যবধানে জিতব, ব্যাপারটা বাংলাদেশের প্রতি অসম্মান করা হবে। আবার যদি বলি বাংলাদেশ জিতবে, তাহলে এটা আমার দলকে অসম্মান করা হয়। আমার মনে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশের সামনে বিশ্বকাপ আছে, অনেক পরীক্ষানিরীক্ষার ব্যাপার আছে। ইনশাআল্লাহ, দুই দলের জন্যই ভালো সিরিজ হবে।\'

\'বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে সর্বশেষ সিরিজ হেরে গেলেও একটি ম্যাচ জিতেছিল। তাদের দলে ব্যাটিং ইউনিটের অনেক গভীরতা আছে। রিয়াদ ভাই ভালো খেলেছে, জাকের ভালো খেলেছে। তরুণরাও ভালো করছে।\'-যোগ করেন রাজা।